৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

খুটাখালী রাবারড্যাম সড়ক লন্ডভন্ড

চকরিয়া উপজেলার খুটাখালী উত্তর ফুলছড়ি রাবার ড্যাম সড়ক লন্ডভন্ড হয়ে গেছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কে চলাচলরত লোকজনের দূর্ভোগ দিন দিন বাড়ছে। ছড়া তীরবর্তী ৭ গ্রামবাসি রয়েছে চরম ঝুঁকিতে। সংশ্লিষ্ট এলাকার ৫ শতাধিক পরিবারের লোকজনের মধ্যে বিরাজ করছে চরম আতংক। সর্বস্ব হারানোর ভয়ে দিন কাটছে ঐ সব গ্রামের শত শত পরিবারের। ছড়ার পাশ দিয়ে যাওয়া সড়কটিতে দীর্ঘ কয়েক বছর ধরে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। যার কারনে এ বেহাল দশা বিরাজ করছে বলে জানান এলাকাবাসি।
স্থানীয়রা জানিয়েছেন, আধা কি:মিটারের এ রাস্তাটির প্রায় অংশ নদী গর্ভে বিলিন হয়েছে। ১শ মিটার রাস্তা ভেঙ্গে জির্ণশীর্ণ হয়েছে। যান চলাচলতো দূরের কথা স্বাভাবিক ভাবে হাটা চলাই এখন মুশকিল হয়ে পড়েছে। স্কুল-কলেজগামী ছেলে মেয়েরা পড়েছে চরম বিপাকে। এত কিছুর পরও স্থানীয় পরিষদ, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন  বোর্ডের (পাউবো) কোন উদ্দ্যোগ দেখা যাচ্ছে না। ছড়া তীরবর্তী ও রাবার ড্যাম সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী লোকদের দূর্ভোগের অন্ত নেই।
স্থানীয় ব্যবসায়ী মুর্শেদুল ইসলাম জানান, রাবার ড্যাম সড়কের পাশ দিয়ে প্রবাহিত খুটাখালী ছড়ার পশ্চিম পাশের ১শ মিটার রাস্তা ভেঙ্গে পড়েছে। নদী ক্রমশই পাড়ার দিকে এগিয়ে আসছে। আধা কিলোমিটারের বেশি দীর্ঘ এ রাস্তাটি বিলীন হলে হুমকির মুখে পড়বে ৭ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া, খাস ঘোনা, আজল্লা পাড়া, লুই ঘোনা, কচি কাটা, ঘাটঘর, রাবার ড্যাম এলাকার বিস্তীর্ণ  জনপদ। বর্তমানে শতাধিক পরিবার, দেড় শ একর ধানি জমি, অর্ধ শতাধিক মৎস্য চাষের পুকুর চরম ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ভাঙ্গন প্রতিরোধে উদ্যোগ না নিলে সড়কটি নদীতে বিলিন হয়ে যাবে বলে আশংকা প্রকাশ করছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, ভাঙ্গন রোধে বিভিন্ন সময়ে আশ্বাসের বাণী শুনা গেলেও কার্যকর কোন  পদক্ষেপ মিলছেনা। সড়ক রক্ষায় ইতিমধ্যে চকরিয়া উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনও করা হয়েছে। এছাড়া সড়কের দানু সওদাগরের বাড়ি থেকে নুরুল ইসলাম হেলালীর বাগান পর্যন্ত চরম ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেন তারা।
৭ নং ওয়ার্ড মেম্বার জানান, সড়কের বেহাল দশা ও ভাঙ্গন বিষয়ে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলমকে জানানো হয়েছে। তিনি বরাদ্ধ পেলে দ্রুত কাজ করা হবে বলে আশ্বস্থ করেছেন।
কক্সবাজার পাউবো’র নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, নদী শাসন অত্যান্ত ব্যায় বহুল কাজ তারপরও রাবার ড্যাম সড়কের ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্র্তপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।