১০ ডিসেম্বর, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৮ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

খুটাখালী বাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

চকরিয়া উপজেলার খুটাখালী বাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ (রেজি নং: ২১৩৭/২০১৫) এর বার্ষিক সাধারণ সভা ও বনভোজন গতকাল শুক্রবার (৬ জানুয়ারী) স্থানীয় দিগন্ত কিডস্ কেয়ার স্কুল মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির কার্যকরী পরিষদের সভাপতি ব্যবসায়ী আবুল কালাম।
শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন কার্যকরী পরিষদের সদস্য হুমায়ুন কবির। সমিতির সদস্য শীষ মোহাম্মদ রাসেলের উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে সভায় অন্যান্যদের মধ্যে কার্যকরী কমিটির সদস্য মুসলিম উদ্দিন, আবদুর রহমান, সমিতির অন্যতম সদস্য শফিকুল ইসলাম, মাঈনুল ইসলাম ও মো: হানিফ বক্তব্য রাখেন। বিগত ২০১৫-১৬ অর্থ বছরের সমিতির আয় ব্যয় বিবরণী পাঠ করেন প্রতিষ্ঠাতা সেক্রেটারী মোহাম্মদ বেলাল উদ্দিন। এসময় কার্যকরী পরিষদের সদস্য শাহাজাহান, মুজিবুর রহমান, শেখ আহমদ সহ সমিতির ২৪৪ টি শেয়ারের বিপরীতে প্রায় ২ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সমিতির কার্যক্রমের উপর সন্তোষ্ট প্রকাশ করে আগামীতে সমিতির উন্নয়নের উপর গুরুত্বারূপ করেন। পরে উপস্থিত সদস্যদের মাঝে দুপুরের মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়। উল্লেখ্য বিগত ২০১৫ সালে খুটাখালী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে সমিতির সাংগঠনিক কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২০২ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।