৪ জুলাই, ২০২৫ | ২০ আষাঢ়, ১৪৩২ | ৮ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

খালেদার প্রচারণা নিয়ে দুই মেয়র প্রার্থীকে ইসির সতর্কতা

 Untitled-1

 


এনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে রাস্তা বন্ধ করে প্রচারণা না চালানোর জন্য দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ বুধবার বিকেলে মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে এ চিঠি দেন। একই ধরনের চিঠি উত্তরের রিটার্নিং অফিসার মো. শাহ আলমও তাবিথ আউয়ালকে দিয়েছেন। রিটার্নিং অফিসারদের স্টাফ অফিসার দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ সিটির রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার মো. নওয়াবুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘খালেদা জিয়া বরাবর চিঠি দেওয়া হয়নি। তবে যে প্রার্থীর পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছেন তার কাছে সতর্ক করে ও আচরণবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর সিটির রিটার্নিং অফিসার তাবিথ আউয়ালকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বলে তার স্টাফ অফিসার মো. নজরুল ইসলাম দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল (মঙ্গলবার) ফকিরাপুল এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। প্রচারণার সময় অনেক লোকজন ও গাড়িবহর ছিল। যার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’

আচরণ বিধিতে বলা হয়েছে, ‘নির্বাচনের উদ্দেশে পথসভা ও ঘরোয়াসভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করা যাবে না। জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে এ রূপ সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করতে পারবেন না বা এ উদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করতে পারবে না।’

কেউ আচরণিবিধি লঙ্ঘন করলে ইসি ৫০ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন। ইসি চাইলে প্রার্থিতা বাতিল করতে করতে পারে।

টানা পঞ্চম দিনের মতো বুধবারও প্রচারণায় নেমেছেন খালেদা জিয়া। নির্বাচনী প্রচারণায় নেমে তিনি ইতোমধ্যে বেশ কয়েকবার হামলা ও বাধার সম্মুখীন হয়েছেন। বুধবারও তার গাড়িবহর বাংলামোটরে হামলার মুখে পড়ে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।