১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৩০ ভাদ্র, ১৪৩২ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

খরুলিয়ায় অনুদানের টাকা নিয়ে মিথ্যাচার: রশিদ মেম্বারের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদরের খরুলিয়ায় ব্যাক্তিগত অনুদানের কিছু টাকা অসহায় দুস্থ পরিবারগুলোর মাঝে সুষম বণ্ঠন করতে গিয়েএকশ্রেণীর দালাল দুস্কৃতিকারীদের খপ্পরে পড়ে নানামুখী ষড়যন্ত্রের শিকার হয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ। গত২৭ এপ্রিল উক্ত টাকা বিতরণ করতে এই ঝামেলায় পড়েন তিনি। পরবর্তীতে একের পর গুজব সৃষ্টি করে আব্দুর রশিদ মেম্বারেরসামাজিক, পারিবারিক এবং রাজনৈতিক জীবনকে হেয়প্রতিপন্ন পূর্বক হুমকির মুখে ফেলে দিয়েছে। এমনকি আব্দুর রশিদমেম্বারের রাজনৈতিক ভাবে প্রতিপক্ষের লোকজন ইতিমধ্যে তাঁর উপর হামলা মারধরের পরিকল্পনা পর্যন্ত করেছে বলে জানাগেছে।

উদ্ভুত পরিস্থিতি নিয়ে আব্দুর রশিদ এক বিবৃতিতে জানানগত ২৭ তারিখ প্রতি বছরের মত হতদরিদ্র পরিকারকে ৪হাজার টাকাকরে বিতরণ করা হয়। বিতরণ শেষে দেখা গেছে অসংখ্য গরীব মানুষ অর্থপ্রাপ্তি থেকে বাদ পড়ে গেছে। পরবর্তীতে আরও অর্ধসহস্রাধিক অসহায় মানুষ উক্ত টাকা পেতে নানা ভাবে আবেদন জানায়। উক্ত আবেদনের ভিত্তিতে মানবিক দিক বিবেচনা করেবঞ্চিতদের কাছে সহযোগীতা পৌছে দিতে ইতিপূর্বে দেওয়া কোনারপাড়া এলাকার কয়েকজনের কাছ থেকে হাজার টাকা করেফেরত নিয়ে বাকী ২হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এটাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারেরচেষ্টাই নেমে পড়েছেন। এভাবে করে তিনি গত তিনদিন ধরে বিভিন্ন এলাকায় প্রায় হাজার টাকাসহ অসংখ্য পরিবারকেনিত্যপন্য ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

তিনি জানানএই অনুদানের টাকা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্খিদের পাঠানো। সম্মিলিত ভাবে তারা প্রতিবছর একটি ফান্ড তৈরি করে উক্ত টাকা পাঠিয়ে থাকে। প্রতি বছর রোজার ঈদে টাকাগুলো আমার নির্বাচনী এলাকার অসহায়গরীব মানুষগুলোর মাঝে বিতরণ করে থাকি। এক্ষেত্রে সুষম বন্ঠন নিশ্চিত করতে কোনো কোনো বছর হয়তো টাকার পরিমাণেকমবেশি হয়। কিন্তু এটাকে ঘিরে একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক পারিবারিক প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে যাকাতেরটাকা আত্মসাতের মতো জঘন্য অপবাদ দিয়ে সংবাদের নামে গুজব ছড়িয়ে আমার জীবন ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলেছে।

তিনি আরও নিশ্চিত করেনটাকাগুলো কোনো সরকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানের ফান্ড নয়। এমনকি এনজিও কিংবা সংস্থারটাকাও নয়। এটি সম্পূর্ণ ভাবে তার ব্যাক্তিগত পরিচিতজন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের টাকা। যেটি তারা একটি ফান্ডগঠন করে প্রতি বছর রশিদ মেম্বারের হাত দিয়ে গরীব অসহায় মানুষগুলোর কাছে বিতরণ করিয়ে থাকেন।

বিবৃতিতে তিনি সংবাদের নামে এমন জঘন্য গুজব সৃষ্টির তীব্র নিন্দা প্রতিবাদ জানান। সেই সাথে মিথ্যা গুজব সৃষ্টিকারীদেরবিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুশিয়ারি দেন। পাশাপাশি এবিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীএবং সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হতে অনুরোধ করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।