১৭ ডিসেম্বর, ২০২৫ | ২ পৌষ, ১৪৩২ | ২৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

খরুলিয়া গরুর বাজার বন্ধ করলো প্রশাসন, অফিস সিলগালা

ইমাম খাইরঃ
করুনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জেলার পশুর হাটগুলো বন্ধ রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও তা না মানায় কক্সবাজার সদরের ঝিলংজার ঐতিহ্যবাহী খরুলিয়া গরু বাজার (গবাদি পশুর হাট) সরেজমিন গিয়ে বন্ধ করলো প্রশাসন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে রবিবার (২২ মার্চ) বিকেলে অভিযান চালানো হয়।

অভিযানকালে পশুরহাটের ইজারাদার বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও স্থানীয়দের প্রস্তুতিতে হাট বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়। হাটে জমায়েত করে রাখা গবাদিপশুগুলো সরিয়ে দেয়া হয়।

সেইসাথে বাজারের অফিসটিও সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা থাকা সত্ত্বেও পশুরহাট বন্ধ না রাখায় তাৎক্ষণিক স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইজারাদারকে ব্যবস্থা নিতে বলা হয়। এরপরও সরকারি নির্দেশনা না মানায় সরাসরি অভিযানে গিয়ে পশুরবাজার বন্ধ ও তাদের অফিস সিলগালা করা হয়।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের দুই দিন রবিবার ও বুধবার খরুলিয়াবাজার সংলগ্ন মহাসড়কজুড়ে গবাদি পশুর হাট বসে। বাজারটি প্রতিবছর ইজারা দেয় উপজেলা প্রশাসন।
স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মহাসড়কজুড়ে বাজারটি বসিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
অথচ মহাসড়কের পাশে কোন পশুর হাট না বসাতে আদালতের নির্দেশনা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।