২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

খরুলিয়া গরুর বাজার বন্ধ করলো প্রশাসন, অফিস সিলগালা

ইমাম খাইরঃ
করুনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জেলার পশুর হাটগুলো বন্ধ রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও তা না মানায় কক্সবাজার সদরের ঝিলংজার ঐতিহ্যবাহী খরুলিয়া গরু বাজার (গবাদি পশুর হাট) সরেজমিন গিয়ে বন্ধ করলো প্রশাসন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে রবিবার (২২ মার্চ) বিকেলে অভিযান চালানো হয়।

অভিযানকালে পশুরহাটের ইজারাদার বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও স্থানীয়দের প্রস্তুতিতে হাট বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়। হাটে জমায়েত করে রাখা গবাদিপশুগুলো সরিয়ে দেয়া হয়।

সেইসাথে বাজারের অফিসটিও সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা থাকা সত্ত্বেও পশুরহাট বন্ধ না রাখায় তাৎক্ষণিক স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইজারাদারকে ব্যবস্থা নিতে বলা হয়। এরপরও সরকারি নির্দেশনা না মানায় সরাসরি অভিযানে গিয়ে পশুরবাজার বন্ধ ও তাদের অফিস সিলগালা করা হয়।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের দুই দিন রবিবার ও বুধবার খরুলিয়াবাজার সংলগ্ন মহাসড়কজুড়ে গবাদি পশুর হাট বসে। বাজারটি প্রতিবছর ইজারা দেয় উপজেলা প্রশাসন।
স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মহাসড়কজুড়ে বাজারটি বসিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
অথচ মহাসড়কের পাশে কোন পশুর হাট না বসাতে আদালতের নির্দেশনা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।