৩১ আগস্ট, ২০২৫ | ১৬ ভাদ্র, ১৪৩২ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

ক্রিকইনফোর বর্ষসেরা একাদশেও মোস্তাফিজ

বিশ্ব ক্রিকেটের সেনসেশন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান আরও একবার বর্ষসেরাদের কাতারে নাম লেখালেন। ২০১৬ সালের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। সেখানেও বিশ্বসেরা পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন সাতক্ষীরার মোস্তাফিজ।

সম্প্রতি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন মোস্তাফিজ। এছাড়া, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা টি-২০ দলে জায়গা করে নেন ২১ বছর বয়সী এ বাঁহাতি বোলার। টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া। সেখানেও জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ।

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স বিবেচনায় ২০১৬ সালের সেরা টি-টোয়েন্টি টিম তৈরি করেছে ক্রিকইনফো। সেখানে মোস্তাফিজের সেরা একাদশে জায়গা পাওয়া অনুমিতই ছিল।

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ অফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।

এ বছর মোস্তাফিজ ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছেন। কাটার মাস্টারের ইকোনোমি রেট ৬.১২। এ বছর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে মোস্তাফিজের বোলিং পরিসংখ্যান আরও দুর্দান্ত। জাতীয় দল, সানরাইজার্স হায়দ্রাবাদ ও সাসেক্সের জার্সিতে ২৬ ম্যাচে ৩৭টি উইকেট নিয়েছেন সাতক্ষীরায় জন্ম নেওয়া এ বোলিং বিস্ময়। গড় ১৮.১০। ইকোনোমি রেট ৬.৬৮। সেরা বোলিং ফিগার ৫/২২।

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশ: আজহার আলী (পাকিস্তান), ক্রেইগ ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), জো রুট (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বেন স্ট্রোকস (ইংল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কেগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), জো রুট (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), বেন স্ট্রোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।