১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

এনজিও বিষয়ক সমন্বয় সভায় হুশিয়ারি-

ক্যাম্পে গোপন সহায়তাকারিদের আইনের আওতায় আনা হবে


নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, নিজদেশে জোরপূবক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে। দেশী-বিদেশী এনজিও এবং জাতিসংঘের সাহায্য সংস্থার সহযোগিতায় রোহিঙ্গাদের সহায়তা দেয়া হচ্ছে। এটি সমন্বয় করছে জেলা প্রশাসন। এর বাইরে গিয়ে কেউ গোপনে রোহিঙ্গাদের আর্থিক ও অন্য সহযোগিতা দেয়া বেআইনী। অভিযোগ রয়েছে অনেকে গোপন সহযোগিতার চেষ্টা করছেন। এটি সন্দেহজনক। যারা এমনটি করছেন তাদের প্রতি নজর রাখা হচ্ছে। চোখে পড়লেই তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সকলেই দেশের জন্য এবং মানবতার কল্যাণে কাজ করছি। আশ্রিত মিয়ানমার নাগরিকদের সেবায় এনজিও ব্যুরো অনুমোদিত সংস্থাগুলোকে ক্যাম্পে ব্লক ভাগ করে দেয়া হয়েছে। তাই সবার উচিত নিজ কর্তব্য সুন্দর ও নিয়মমাফিকভাবে সম্পাদন করা। মনে রাখতে হবে রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। তাই শিক্ষিত বেকারদের যোগ্যতানুযায়ী কাজ দেয়া এবং স্থানীয়রা যেন অন্যান্য সুযোগ-সুবিধা পায় সেদিকে সবার সুনজর রাখা দরকার।
সভায় ত্রাণ ও শরনার্থী প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা, প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো-র সহকারী পরিচালক সামছুজ্জামান মুন্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন ডা. আবদুস সালাম, সহকারি সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মো. আলমগীর, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ( শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, বিভিন্ন এনজিও-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।