১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

কোটবাজারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

pic-ukhiya-03-12-16
উখিয়া উপজেলার বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বাজার পরিস্কার, যানযটমুক্ত এবং জনচলাচল উপযোগী করে তুলার জন্য রিক্সা, অটো রিক্সা ও সিএনজি কোটবাজারের মূল পয়েন্ট থেকে চতুরদিকে অর্ধ কিলোমিটার পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনার সময় ভাসমান দুটি দোকানে অপরিস্কার অপরিচ্ছন্নতার কারণে নগদ ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাইন উদ্দিন কোটবাজার ষ্টেশনে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। এসময় তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে কোটবাজারকে যানযটমুক্ত, ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। উপজেলার একটি মডেল ষ্টেশন হিসেবে গড়ে তুলার জন্য সকলের একান্ত সহযোগীতা প্রয়োজন বলে তিনি বলেন। কক্সবাজার টেকনাফ সড়কের গুরুত্বপূর্ণ ষ্টেশন হিসেবে প্রতিনিয়ত যানযট লেগে থাকার কারণে সাধারণ পথচারী, স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্রছাত্রীদের যাতায়তের সুবিধা বিবেচনা করে রিক্সা, অটো রিক্সা ও সিএনজি পার্কিংয়ের জন্য কক্সবাজার টেকনাফ সড়কের কোটবাজার দক্ষিণ ষ্টেশন ও উত্তর ষ্টেশনে দুইটি এবং কোটবাজার সোনার পাড়া রোডের মাতব্বর মার্কেট সংলগ্ন ও ভালুকিয়া রোডের ব্রীজ পয়েন্ট পর্যন্ত দুইটি আলাদা পার্কিংয়ের স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসময় তিনি আরও বলেন, যদি কোন রিক্সা, অটো রিক্সা ও সিএনজি চালকরা নির্দেশ অমান্য করে কোটবাজার ষ্টেশনের ভেতর গাড়ি পার্কিং করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১ সপ্তাহব্যাপী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।