২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কোটবাজারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

pic-ukhiya-03-12-16
উখিয়া উপজেলার বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বাজার পরিস্কার, যানযটমুক্ত এবং জনচলাচল উপযোগী করে তুলার জন্য রিক্সা, অটো রিক্সা ও সিএনজি কোটবাজারের মূল পয়েন্ট থেকে চতুরদিকে অর্ধ কিলোমিটার পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনার সময় ভাসমান দুটি দোকানে অপরিস্কার অপরিচ্ছন্নতার কারণে নগদ ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাইন উদ্দিন কোটবাজার ষ্টেশনে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। এসময় তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে কোটবাজারকে যানযটমুক্ত, ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। উপজেলার একটি মডেল ষ্টেশন হিসেবে গড়ে তুলার জন্য সকলের একান্ত সহযোগীতা প্রয়োজন বলে তিনি বলেন। কক্সবাজার টেকনাফ সড়কের গুরুত্বপূর্ণ ষ্টেশন হিসেবে প্রতিনিয়ত যানযট লেগে থাকার কারণে সাধারণ পথচারী, স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্রছাত্রীদের যাতায়তের সুবিধা বিবেচনা করে রিক্সা, অটো রিক্সা ও সিএনজি পার্কিংয়ের জন্য কক্সবাজার টেকনাফ সড়কের কোটবাজার দক্ষিণ ষ্টেশন ও উত্তর ষ্টেশনে দুইটি এবং কোটবাজার সোনার পাড়া রোডের মাতব্বর মার্কেট সংলগ্ন ও ভালুকিয়া রোডের ব্রীজ পয়েন্ট পর্যন্ত দুইটি আলাদা পার্কিংয়ের স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসময় তিনি আরও বলেন, যদি কোন রিক্সা, অটো রিক্সা ও সিএনজি চালকরা নির্দেশ অমান্য করে কোটবাজার ষ্টেশনের ভেতর গাড়ি পার্কিং করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১ সপ্তাহব্যাপী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।