১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

কোচ নিয়ে বোর্ডের সঙ্গেই কথা বলতে চান কোহলি

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একজন কোচ নিয়োগ দেয়া। যিনি হবেন সবার পছন্দের এবং সব বিতর্কের উর্ধ্বে। কোচের পদ থেকে অনিল কুম্বলে সরে যাওয়ার কারণে নতুন করে কোচের আবেদনের জন্য সময় বাড়ানো হয়েছে ৯ জুলাই পর্যন্ত। এরই মধ্যে কোচের জন্য আবেদন করেছেন রবি শাস্ত্রি। আগে থেকে আবেদন করেছেন বিরেন্দর শেবাগ, রিচার্ড পাইবাস, টম মুডিসহ আরও কয়েকজন।

এরই মধ্যে গুজব উঠেছিল, আবারও গ্যারি কারস্টেনকে কোচ করে নিয়ে আসছে বিসিসিআই। যদিও কারস্টেন নিজেই টুইট করে জানিয়েছেন, এটা পুরোপুরি গুজব। তিনি ভারতের কোচ হবেন না এখন আর।

তাহলে কে হবেন ভারতীয় ক্রিকেট দলের কোচ? এ বিষয়টি নিয়ে যেহেতু ক্রিকেটারদের সঙ্গেও বিরোধ রয়েছে, বিশেষ করে কোহলির সঙ্গে বিরোধ করে যখন অনিল কুম্বলে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, তখন ক্রিকেটারদের মতামত নেয়ার প্রয়োজন আছে কি না তা নিয়েও কথা উঠে গেছে। বিশেষ করে কোচ নির্বাচনে যে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) রয়েছে, তারা কোহলির সঙ্গে কথা বলবেন কি না তা নিয়েও কথা উঠছে।

এমনই এক পরিস্থিতিতে বিরাট কোহলির কী বক্তব্য তা শুনতেও উদগ্রীব সবাই। কুম্বলের পদত্যাগের পর এ নিয়ে একবার কথা বলেছিলেন। এবার নতুন কোচ নির্বাচনকে সামনে রেখে আবারও কথা বললেন তিনি। কী বলেছিলেন?

বিরাট কোহালির কাছে কোচ নির্বাচনে তার ভুমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না। যদি বিসিসিআই জানতে চায় তা হলে দলের হয়ে বলব।’ কোহালির মতে, ‘কোচ নির্বাচন একটা পরিকল্পনা। এখানে কোনও ব্যক্তিগত মতামতের কোনও মূল্য নেই। যা হবে দল হিসেবেই হবে। বিসিসিআইকে আমরা আমাদের মত জানাতে পারি।’

অথ্যাৎ ব্যক্তিগত কোনো মত নয়, দলের বক্তব্যই তিনি বোর্ডের কাছে তুলে ধরতে চান। এর অর্থ, পুরো দল কোহলির নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং কোচ বিষয়ে তাদের পছন্দ রয়েছে। সেই পছন্দের কথাই তিনি বোর্ডকে জানাবেন। বাইরে কাউকেই কিছু বলবেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।