
আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য,কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আহমদ উল্লাহ (বি.কম)।
৬ নভেম্ববর সোমবার অত্র স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভাঃপ্রাঃ) মো: ওমর ফারুক। সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই ৬ জনের মধ্যে ৫ জন অভিভাবক প্রতিনিধি, ১ জন দাতা সদস্য।
উল্লেখ্য, গত ৪ নভেম্ববর ৫জন অভিভাবক প্রতিনিধি অভিভাবকদের ভোটে ১ম খলিলুর রহমান খলিল ২য় গোলাম মোহাম্মদ ৩য় মাহাবুল কাদের বাবুল ৪থ আবুল হোছাইন নির্বাচিত হয়েছিল এবং দাতা সদস্য নির্বাচিত হয়েছিল জাফর আলম ১ জন শিক্ষক প্রতিনিধি শিক্ষকদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিল এবং মহিলা সদস্য পদে এস্তেহারা বেগম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছিলেন। ঐনির্বাচনেও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। সভাপতি প্রার্থীর ২ জনের ১জন জামাত নেতা চকরিয়া জমজম হাসপাতালের পরিচালক গোলাম কবির পেয়েছেন ১ ভোট। অপরদিকে মাষ্টার আহমদ উল্লাহ (বি.কম) ৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষনার পর নির্বাচিত সভাপতি মাষ্টার আহমদ উল্লাহর সাথে কথা বলে তার অভিমত জানতে চাইলে এই প্রতিনিধিকে জানান, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিগণ আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি আনন্দিত ও তাদের প্রতি কৃতজ্ঞ। চেষ্টা করবো অভিভাবকদের ছেলে/মেয়েদের যেন এই প্রতিষ্ঠানে নিরাপত্তার সাথে পড়াশোনা করতে পারে এবং শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশা পাশি স্কুলের অবকাটামো উন্নয়নে চেষ্টা করবো।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জালাল আহমদ বলেন, সরকারী প্রজ্ঞাপণ অনুযায়ী বিধি মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর আনন্দের সাথে সাথে আমিও আনন্দিত এবং আশা করছি এই সভাপতির মাধ্যমে স্কুলের সার্বিক উন্নয়ন ঘটবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।