২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কুতুবদিয়ায় মাষ্টার আহমদ উল্লাহ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য,কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আহমদ উল্লাহ (বি.কম)।

৬ নভেম্ববর সোমবার অত্র স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভাঃপ্রাঃ) মো: ওমর ফারুক। সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই ৬ জনের মধ্যে ৫ জন অভিভাবক প্রতিনিধি, ১ জন দাতা সদস্য।

উল্লেখ্য, গত ৪ নভেম্ববর ৫জন অভিভাবক প্রতিনিধি অভিভাবকদের ভোটে ১ম খলিলুর রহমান খলিল ২য় গোলাম মোহাম্মদ ৩য় মাহাবুল কাদের বাবুল ৪থ আবুল হোছাইন নির্বাচিত হয়েছিল এবং দাতা সদস্য নির্বাচিত হয়েছিল জাফর আলম ১ জন শিক্ষক প্রতিনিধি শিক্ষকদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিল এবং মহিলা সদস্য পদে এস্তেহারা বেগম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছিলেন। ঐনির্বাচনেও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। সভাপতি প্রার্থীর ২ জনের ১জন জামাত নেতা চকরিয়া জমজম হাসপাতালের পরিচালক গোলাম কবির পেয়েছেন ১ ভোট। অপরদিকে মাষ্টার আহমদ উল্লাহ (বি.কম) ৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষনার পর নির্বাচিত সভাপতি মাষ্টার আহমদ উল্লাহর সাথে কথা বলে তার অভিমত জানতে চাইলে এই প্রতিনিধিকে জানান, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিগণ আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি আনন্দিত ও তাদের প্রতি কৃতজ্ঞ। চেষ্টা করবো অভিভাবকদের ছেলে/মেয়েদের যেন এই প্রতিষ্ঠানে নিরাপত্তার সাথে পড়াশোনা করতে পারে এবং শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশা পাশি স্কুলের অবকাটামো উন্নয়নে চেষ্টা করবো।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জালাল আহমদ বলেন, সরকারী প্রজ্ঞাপণ অনুযায়ী বিধি মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর আনন্দের সাথে সাথে আমিও আনন্দিত এবং আশা করছি এই সভাপতির মাধ্যমে স্কুলের সার্বিক উন্নয়ন ঘটবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।