২৯ আগস্ট, ২০২৫ | ১৪ ভাদ্র, ১৪৩২ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

কুতুবদিয়ায় গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত

আবুল কাশেম,(কুতুবদিয়া): কার্যকরী গ্রাম আদালত পরিচালনা ও সচেতনতা বৃদ্ধিতে মূখ্য অংশীজনদের ভুমিকা শীর্ষক এক আলোচনা সভা কুতুবদিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধূরীর সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী রিয়ানুল কবির রিয়ানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেরা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ˆছৈয়দা মেহেরুন্নেছা নুর, ইউএনডিপি‘র ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর আখ্যাই মং মারমা, কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক বদিউল আলম, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ˆকৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ˆছৈয়দ আহমদ চৌধুরী ও লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের সকল গ্রাম আদালত সহকারীগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদের আরো কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও গ্রাম আদালতের কার্যক্রম, ধারণা, এর কার্যপ্রণালীর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ইউএনডিপি‘র ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর আখ্যাই মং মারমা ও উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী। সভা শেষে বিভিন্ন ইউনিয়ন সচিবদের মাঝে ফরম বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।