কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পশ্চিম আমজাখালী গ্রামের সেলিনা আক্তার (৫০) মৃত্যু বরণ করেছেন। গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কুতুবদিয়া হাসপাতালে তিনি মারা যান।
মৃত নারী একই এলাকার মৃত আলী আলমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে ধান কাটার জের ধরে প্রতিবেশী আব্দুস সালামের সঙ্গে সেলিনার পরিবারের বিরোধ হয়।ওই সময় সেলিনা আহত হয়। সেদিনই তাকে কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরে ১ অক্টোবর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি অনেক আগেই বাড়ি ফিরেন।
কিন্তু শনিবার হঠাৎ সেলিনা অসুস্থ হয়ে পড়লে তাকে কুতুবদিয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মারা যান।
এ ঘটনার সেলিনার বড় মেয়ে রোজিনা বাদী হয়ে কুুতুৃবদিয়া থানায় মামলা দায়ের করেন।
নিহতের বড় মেয়ে রোজিনা জানান, সেপ্টেম্বরের ঘটনার পর থেকে তার মা অসুস্থ ছিলেন। কিন্তু অর্থাভাবে মায়ের সুচিকিৎসা করাতে পারেননি। তাই তার দাবি, তার মাকে হত্যা করা হয়েছে।
তবে কুতুবদিয়া থানার এসআই শাহাজাহান জানান, চিকিৎসক হার্ট অ্যাটাক দাবি করলে নিহতের মেয়ে তার মা পূর্ব ঘটনায় প্রাপ্ত আঘাতে মারা গেছে বলে লিখিত অভিযোগ করেছেন।
এই অভিযোগের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।