৩১ জানুয়ারি, ২০২৬ | ১৭ মাঘ, ১৪৩২ | ১১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী

নিজস্ব প্রতিবেদক:

বিগত ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরনে কক্সবাজার পৌর ভবনের সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও স্মরন সভার আয়োজন করে কক্সবাজারস্থ কুতুবদিয়া সমিতি। বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক হুমায়ুন কবির সিকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবীদ কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড, কুতুবদিয়া পাড়ার কাউন্সিলর এস আই এম আকতার কামাল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক, কক্সবাজার জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, কক্সবাজার সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও রাজনীতিবীদ আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কুতুবদিয়া সমিতির উপদেষ্টা আলহাজ্ব হারুন উর রশিদ সিকদার, সাবেক অর্থ সম্পাদক সলিমুল্লাহ চৌধূরী ও মাও: বদরুদ্দোজা কুতুবী, কুতুবদিয়া পাড়ার বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক মাষ্টার কাইছার, ইকরা গার্লস মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এজাবতুল্লাহ কুতুবী, বীচ ইসলামিক ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মাওলানা ফোরকানুর রশিদ। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহবুবুল হক, ফসিহ উদ্দিন, আবদুল গাফফার কুতুবী, এ কে এম রিদওয়ানুল করিম, ব্যাংকার শহিদুল ইসলাম, মাষ্টার আনসার কুতুবী, মাষ্টার আবু তৈয়বসহ প্রমুখ। কোরআন তিলাওয়াত করেন মাওলানা শফিউল আলম কুতুবী। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন মুঃ তারেক।
উক্ত দোয়া মাহফিল ও স্মরন সভা অনুষ্ঠানে বক্তারা ভয়াল ২৯ এপ্রিলের স্মৃতিচারন করেন। কুতুবদিয়ার চতুর্পাশে সুপার ডাইকের মাধ্যমে বেড়িবাঁধ নিমার্ণের জোর দাবী এবং কুতুবদিয়া চ্যানেল পারাপারে কুতুবদিয়া ফেরী সার্ভিস চালুর দাবী দীর্ঘ দিনের। এছাড়া কুতুবদিয়াকে একটি আকর্ষনীয় পর্যটন জনপদ হিসেবে গড়ে তোলার জোর দাবী উত্থাপন করেন। কুতুবদিয়াকে বিদ্যুতায়িত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সাংসদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয় কুতুবদিয়া সমিতির পক্ষ থেকে। সভায় কয়েকজন বিশিষ্ট সিন্ডিকেট করে সমিতিকে নিজের সম্পদ মনে করে আজীবন জিম্মি না করার বিষয়ে আহবান জানানো হয়।

সভাপতির পরামর্শক্রমে কক্সবাজার সদর উপজেলার প্রত্যেক ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে কুতুবদিয়া সমিতিকে একটি সার্বজনিন সমিতি হিসেবে গড়ে তোলার পাশাপাশি আরও গতিশীল ও সুসংহত করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।