
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি একজন বিলিয়নিয়ার। ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩.৭ বিলিয়ন ডলার। আর এ অর্থ তিনি ব্যবহার করেন নানা বিলাসিতা ও ব্যবসা সম্প্রসারণের কাজে।

অনেক আগে থেকেই নানা ব্যবসায় তিনি পরিচিত মুখ। এছাড়া তার বিলাসবহুল জীবনযাপনও বহু মানুষের আগ্রহের বিষয়। সম্প্রতি বেশ কয়েকটি ব্রিটিশ দৈনিক ও সংবাদ সংস্থা এসব নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশ করছে।

নিউইয়র্কে ট্রাম্প টাওয়ার ভবনের তিনটি ফ্লোর নিয়ে তার অ্যাপার্টমেন্ট। এর ৬৬, ৬৭, এবং ৬৮ তলাজুড়ে এই ট্রিপলেক্স ফ্ল্যাটে থাকেন ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া এবং তাদের পুত্র ব্যারন। এই আ্যাপার্টমেন্টটির আনুমানিক মূল্য ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার।

আরো অনেকগুলো বাড়ি আছে ট্রাম্পের। এর একটি হচ্ছে নিউইয়র্ক স্টেটের সেভেন স্প্রিংসে। ২৩০ একর জায়গার ওপর ৩৯ হাজার বর্গফুট আয়তনের এ বাড়িটি হচ্ছে শহরের বাইরে তার পারিবারিক বাড়ি। এতে ৬০টি কক্ষ, ১৫টি শয়নকক্ষ, তিনটি সুইমিংপুল, এবং ভৃত্যদের থাকার জন্য দুটি অংশ আছে।

ভার্জিনিয়ায় অ্যালবেমারি এস্টেটে ডোনাল্ড ট্রাম্পের আরেকটি বাড়ি আছে। ২০১১ সালের সাড়ে ৬ মিলিয়ন ডলার দিয়ে কেনা এ বাড়িটি হচ্ছে ২৩ হাজার বর্গফুট জায়গার ওপর তৈরি একটি প্রাসাদ। এতে আছে ৪৫টি কক্ষ, একটি সিনেমা হল এবং ঘোড়ার আস্তাবল। পাশেই আছে ৬২ লাখ ডলার দিয়ে কেনা আঙুরের ক্ষেত।

ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিল এলাকাতেও ট্রাম্পের বাড়ি আছে। এটি হচ্ছে ঔপনিবেশিক স্থাপত্যরীতির ৬ বেডরুম এবং ৫টি বাথরুমসম্পন্ন একটি প্রাসাদ। এর সঙ্গে আছে ফ্লাডলাইট-যুক্ত টেনিস কোর্ট, সুইমিংপুল, স্পা, এবং লাইব্রেরি।

২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।