১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

কাশ্মিরে ‘সন্ত্রাসীদের’ হামলায় ভারতীয় সেনা নিহত

indian-army_kashmirভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা) কাছে ‘সন্ত্রাসীদের’ হামলায় এক ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।

শুক্রবারের এই হামলায় নিহত জওয়ানের অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী, খবর এনডিটিভির।

প্রতিক্রিয়ায় ‘সমুচিত জবাবের মাধ্যমে এই ঘটনার প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছে বাহিনীটি।

তারা জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের ছত্রছায়ায় চালানো এ হামলায় এক সন্ত্রাসী নিহত হয়।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “সন্ধ্যায় (শুক্রবার) নিয়ন্ত্রণ রেখার কাছে এক এনকাউন্টারে এক জওয়ান শহীদ হন। পাকিস্তান সেনাবাহিনীর গুলিবর্ষণের ছত্রছায়ায় পাকিস্তান অধিকৃত কাশ্মিরে পালিয়ে যাওয়ার আগে সন্ত্রাসীরা ওই জওয়ানের অঙ্গচ্ছেদ করে।”

এই ঘটনায় পাকিস্তানের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ‘বর্বরতা’ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছে ভারতীয় সেনাবাহিনী।

জম্মু ও কাশ্মিরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ভারতীয় বাহিনীর পাল্টা গুলিবষর্ণে ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দাবি করার কয়েক ঘন্টা পর এ হামলা চালানো হয়।

তবে বিএসএফের ‍ওই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

ওদিকে দ্য ডন জানিয়েছে, শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে নাকিয়াল ও টাট্টা পানি সেক্টরে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ও ২৫ বছর বয়সী এক তরুণী রয়েছেন। গুলিবর্ষণের এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।