
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদশে লিঃ (কাল্ব)এর ডেপুটি জেনারলে ম্যানেজার বাবু বীরেন্দ্র কুমার নাথ , ৫ ডিসেম্বর ২০১৬ ,সকাল ৬ ঘটিকায় ,মর্নিং ওয়ার্ক করার সময়, অাকস্মিক ভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। সদালাপী ,দক্ষ, জ্ঞানী এই মাটির মানুষটি আশা,গ্রামীণ ব্যাংক সহ দেশে বিদেশে অসংখ্য অার্থিক প্রতিষ্ঠানে গুরুত্ব র্পূণ পদে দায়িত্ব পালন করেন।তারঁ মৃত্যুতে দেশ এক গুণী ব্যাক্তিকে হারাল।তারঁ মৃত্যুতে শোক প্রকাশও তারঁ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ,কালব লিঃ কক্সবাজার জেলার জেলা প্রোগ্রাম অফিসার মোঃ অাজিজুল হক,নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজলো ব্যবস্থাপক এম.এরশাদুর রহমান,ককসবাজার সদর এর উপজেলার উপজেলা ব্যবস্থাপক রাশেদা বেগম,উখিয়া উপজেলার উপজেলা ব্যবস্থাপক মংছেং.রামু উপজেলার উপজেলা ব্যবস্থাপক হাসিনা আকতার,টেকনাফ উপজেলার প্রোগ্রাম অফিসার শব্বির আহম্মদ ,জসীম উদ্দীন মজুমদার,মহেশখালী উপজেলার উপজেলা প্রোগ্রাম অফিসার জাহাংগীর আলম,উখিয়া উপজেলার প্রোগ্রাম অফিসার ঝিনু বড়ুয়া ,রামু উপজেলার উপজেলা প্রোগ্রাম অফিসার ছেনমং,ম্যাসেনজার রিপন বড়ুয়া,মিন্টু বড়ুয়া,মিঠুন বড়ুয়া ,উৎপল বড়ুয়া ,লিটন বড়ুয়া প্রমুখ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।