১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২ | ২৭ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

কক্সবাজার পৌরসভার প্রশাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রথম মতবিনিময় সভায় মেয়র মুজিব

“কারো দ্বারা যেন সেবা প্রার্থীরা কষ্ট না পায়, ভাল কাজ করুন-পুরস্কার পাবেন”

সংবাদ বিজ্ঞপ্তিঃ “বেশি কথা নয়, বেশি কাজ চাই” কারন কথায় নয় আমি ভাল কাজকেই বিশ্বাস করি সবসময়। যারা সততার সাথে ভাল কাজ করে তারা একদিন ভাল পুরস্কার পাবেন। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বপালনের ক্ষেত্রে কোন ধরণের অনিয়ম কিংবা দুর্ণীতি করেছেন এমন অভিযোগের প্রমাণ পাওয়া গেলে পুরস্কার নয়, তীরস্কার হিসেবে তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভা সম্মেলন কক্ষে প্রশাসন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রথম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌরসভার সচিব রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম, কর নির্ধারক খালেদ আবেদীন খোকন ও কর আদায়কারী আবদুল মাবুদ রাজনসহ প্রশাসন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সকল স্থরের দায়িত্বশীল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ মতামত শুনেন মেয়র মুজিবুর রহমান। এসময় মেয়র আরো বলেন, কক্সবাজার পৌরসভাকে দেশের সকল পৌরসভার চেয়ে আলাদা মডেল হিসেবে গড়ে তোলতে সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। পরে পৌরসভা মিলনায়তনে সবার সাথে ফটোসেশনে মিলিত হন মেয়র।
এর আগে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) কক্সবাজার কর্তৃক আয়োজিত এম্পাওয়ার প্রকল্পের পরিচিতি ও দরিদ্র জনগোষ্ঠির ক্ষুদ্র উদ্যোক্তারদের মধ্যে ব্যবসায়ীক সহায়তা প্রদান করেন মেয়র মুজিবুর রহমান।
এতে উপস্থিত ছিলেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার সজল কুমার সাহা, ইনফাস্ট্রাকচার ম্যানেজার জিয়াউল লতিফ, রিজিওনাল কো-অর্ডিনেটর মো. শামীম আল মামুন, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, পৌরসভার সচিব রাসেল চৌধুরীসহ সকল কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠান শেষে কক্সবাজার পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠির ক্ষুদ্র উদ্যোক্তারদের মধ্যে ব্যবসায়ীক সহায়তা হিসেবে প্রাথমিক পর্যায়ে ৫৬ জনকে উদ্যোক্তারদের মাঝে সেলাই মিশনসহ কাপড় বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।