
কক্সবাজারের কারিতাস টিম এক চিত্রে
কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ শীতের দিনে ব্যস্ততার অবসরে বনভোজন বা পিকনিকে যাওয়ার আনন্দই আলাদা। সারাবছর ব্যস্ত থাকায় রুটিনের বাইরে যাওয়াই হয়নি উখিয়ার কারিতাস কর্মীদের। কিন্তু তাদের মনে পড়ে ফেলে আসা কোন এক শীতের পিকনিকের কথা। এর মধ্যে অনেক কারিতাস কর্মী আবার অনেক জায়গায় বেড়াতেও গিয়েছেন শীতের সময়কে উপভোগ করতে। কিন্তু সবাই মিলে কোথাও যাওয়া হয়নি তথা পিকনিক করা হয়নি।

প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরনী অনুষ্টান
বিজয়ের মাসে তথা ডিসেম্বরে স্মরণকালের স্মৃতি হিসেবে রাখতে যথাযোগ্য অনুষ্টানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এক বিশাল বনভোজনের আয়োজন করেছে “কারিতাস বাংলাদেশ” উখিয়া শাখা। ১৪ ডিসেম্বর শুক্রবার এই বিশাল বনভোজনের আয়োজন কারিতাসের উখিয়া প্রধান আবু তাহেরের নেতৃত্বে সম্পন্ন করা হয়।

কারিতাস বাংলাদেশ উখিয়া শাখার GIS টিম
এই বিশাল বনভোজন শুক্রবার সকাল সাড়ে আট টায় উখিয়ার মরিচ্যা অফিস থেকে হয়ে টেকনাফ, পাঠোয়ার টেক এবং কক্সবাজারের পর্যটন নগরী ইনানী সমুদ্র সৈকত জুড়ে হয়।
পাঠোয়ার টেকে সবাই একসাথে মিলিত হয় এবং ভোজন সম্পন্ন করে। পরে বিভিন্ন ধরনের মজার মজার প্রতিযোগিতা হয় সকল কারিতাস কর্মীদের মধ্যে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনও হয়।
এই বিশাল বনভোজনে উপস্থিত ছিলেন কারিতাস কক্সবাজার জেলা এবং রোহিঙ্গা প্রজেক্টের হেড অফ প্রোগ্রাম মাজহারুল ইসলাম, CFS প্রধান এমব্রোচ, GIS ম্যানেজার সজল দেবনাথ, MEAL ম্যানেজার আসিক ইকবাল, Shelter অফিসার সানজিদা, ইঞ্জিনিয়ার পরিতোষ, একাউন্ট্যান্ট আমিন, ফুয়াদ সহ সকল ডিপার্টমেন্টের কর্মীবৃন্দ। সবাই একসাথে আনন্দ-উল্লাসে মেতে উঠে এই আয়োজনে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।