বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অলক কাপালী। পূর্বাঞ্চলকে রান পাহাড়ে তোলার পথে নজরকাড়া দ্বিশতকের ইনিংস উপহার দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
আগের দিনের ৮৬ রান নিয়ে শুক্রবার জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন কাপালী। নাসির হোসেনের বলে হামিদুলকে ক্যাচ দেওয়ার আগে ২২৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ১৭টি চার ও ৭টি ছক্কায় ইনিংসটি সাজান কাপালী।
গুরুত্বপূর্ণ জুটি গড়েও দলের বড় সংগ্রহে অবদান রাখেন কাপালী। চতুর্থ উইকেটে সাদমান ইসলামের সঙ্গে ৮৩ রান তোলার পর পঞ্চম উইকেটে আসিফের সঙ্গে স্কোরবোর্ডে ১৯১ রান যোগ করেন তিনি।
শতকের ইনিংস উপহার দেন আসিফ আহমেদও। সানজামুল ইসলামের বলে নাসিরকে ক্যাচ দেওয়া আসিফ ৯টি চার ও ২টি ছক্কায় ১০৩ রান করেন।
প্রথম ইনিংসে ১৪৯ ওভারে ৪৭৩ রান করে পূর্বাঞ্চল। উত্তরাঞ্চলের নাঈম, সানজামুল ও মাহমুদুল হাসান ২টি করে উইকেট নেন।
দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসের হিসেবে ৪১০ রানে পিছিয়ে আছে তারা।
উত্তরাঞ্চলের জুনায়েদ সিদ্দিক (৩৯) ও মাহমুদুল (২৪) শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।