৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা, স্বপ্নজাল সভাপতি আটক


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরে এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর তুলে নিতে বাঁধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ভিকটিমের ভাই আহত হয়েছে। এই ঘটনায় স্বপ্নজাল নামের একটি সামাজিক সংগঠনের সভাপতি মো. শাকির আলম (২৭) কে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৩ টায় শহরের কক্সবাজার সরকারি মহিলা কলেজ গেইটের সামনে ওই ঘটনা ঘটে।
ভিকিটিম একই কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। আর আহত হলেন ভিকটিমের ভাই ইমরান নাজির জয় (২১)।
আটক যুবক শহরের মধ্যম নুনিয়ারছড়ার একরাম আলীর ছেলে।
এবিষয়ে ভিকটিম বলেন, বুধবার আমার পরীক্ষার এসাইনমেন্ট জমা দেয়ার কথা। সেজন্য আমার এসাইনমেন্ট ফটো কপি করছিলাম। ফটো কপি করা শেষ হলে হঠাৎ শাকির পেছন থেকে এসে আমার এসাইনমেন্ট কেড়ে নেয়। আমি তার কাছে এসাইনমেন্ট ফেরত চাইলে সে আমাকে ক্ষুর দেখিয়ে তার সাথে যেতে বলে। আমি ভয় পেয়ে দৌড়ে কলেজে প্রবেশ করি। তাৎক্ষণিক বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। তখন বাড়ি থেকে আমার ভাই ও মা আসে। আমার বড় ভাই ওই ছেলের কাছে এসাইমেন্ট ফেরত চাইলে ছেলেটি আমার ভাইকে ধারালো ক্ষুর দিয়ে আঘাত করে। এরপর আশেপাশের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।
এবিষয়ে ভিকটিমের মামা আবু বলেন, শাকিরকে এলাকার সবাই বখাটে হিসেবেই চিনে। তার বিরুদ্ধে নারী কেলেংকারীর অনেক অভিযোগ রয়েছে। ২০১৯ সালের এপ্রিলে ধর্ষণের চেষ্টার অভিযোগে কলাতলীর আদর্শ গ্রামের এক নারীও তার বিরুদ্ধে অভিযোগ করেছিল পুলিশের কাছে।

আহতকে উদ্ধারকারী কক্সবাজার সদর থানার এস আই মোশাররফ বলেন, শাকির নুনিয়াছড়ার এক মেয়েকে রাস্তায় বিরক্ত করছিল। মহিলা কলেজের মেয়েটির এসাইনমেন্টও কেড়ে নেয় শাকির। বিষয়টি ভিকটিমের পরিবারের জানতে পেরে কলেজের সামনে আসে। তখন মেয়েটির ভাইকে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়। পরে ঘটনাস্থল থেকে ভিকটিম ও আহতকে উদ্ধার করা হয়। এছাড়া শাকিরকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
তিনি আরো বলেন, ভিকটিমের ভাই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস বলেন, ভিকটিমের পরিবার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।