২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

‘কচ্ছপিয়া যুবলীগের সম্পাদক পদে সোহেল সিকদার’ই বহাল’


রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের কমিটি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। রোববার (২এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান যুবলীগ সভাপতি নজরুল ইসলামকে পুনরায় সভাপতি ও ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এম সেলিমকে সাধারণ সম্পাদক করার খবর ছড়িয়ে পড়লে যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ঘৃণ্য এমন সংবাদে জেলা-উপজেলাসহ ইউনিয়নের নেতাকর্মীরাও বিভ্রান্ত হয়ে পড়ে। আর এদিকে কথিত কমিটির সাধারণ সম্পাদক এম সেলিমকে নিয়ে বিএনপি-জামায়াতের একাধিক নেতাকর্মী প্রকাশ্যে মোটর সাইকেল শোভাযাত্রা করায় সরকার তথা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছে মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা।
জানা গেছে, বিএনপি-জামায়াত অধ্যুষিত কচ্ছপিয়া ইউনিয়নে বিগত সংসদ, উপজেলা ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অগ্রণী ভূমিকা রাখেন কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল। কিন্তু যুবলীগের সুশৃঙ্খল এ কর্মকান্ড নিয়ে বিএনপি-জামায়াতের কিছু নেতাকর্মী এলাকায় নানা ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসেবে গত রবিবার সোহেল সিকদারকে বহিষ্কার করে এম সেলিমকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে মর্মে সংবাদ ছড়ায় এলাকায়। দুপুরে মোটর সাইকেল শোভাযাত্রা বের হলে নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্ন দেখা দেয়।
এদিকে এ ব্যাপারে কক্সবাজার জেলা যুবলীগের দপ্তর ও রামু উপজেলার সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়ার কাছে জানতে চাইলে, সোহেল সিকদারের বহিষ্কারাদেশ সত্য নয় স্বীকার করে তিনি বলেন- যুবলীগ আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে পরিচালিত হয়। এখানে হুট করে অন্য দলের কেউ এসে নেতা হওয়ার সুযোগ নেই। সুতরাং কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগে নজরুল ইসলাম সভাপতি ও নাছির উদ্দিন সিকদার সোহেল সাধারণ সম্পাদক পদে বহাল আছেন। তাই নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি যুবলীগে বিভেদ সৃষ্টি করলে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেন এ নেতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।