৭ মে, ২০২৫ | ২৪ বৈশাখ, ১৪৩২ | ৮ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

কচ্ছপিয়ায় প্রধান শিক্ষক ইসহাকের স্মরণসভা অনুষ্ঠিত


রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য প্রয়াত প্রধান শিক্ষক মো.ইসহাকের স্মরণসভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে আয়োজিত ওই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর আজিজুল হক।
উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা সেলিমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, ফাক্রিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাকের আহমদ, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক হেলালী, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক আহমদুর রহমান, কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নুরুল আমিন, জাউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মিজানুর রহমান, জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফইজুল্লাহ, সহকারি শিক্ষক এনামুল হক, মৌলভিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবির, গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শফিউল আলম ও সহকারি শিক্ষক আমিন উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পৃথিবীতে যতগুলো পেশা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিক্ষকতা পেশা। প্রধান শিক্ষক মো.ইসহাক ছিলেন একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও সুযোগ্য মানুষ গড়ার কারিগর। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী দেশে-বিদশে অত্যন্ত সুনামের সাথে ছড়িয়ে রয়েছে। এ জন্যেই তাঁর অকাল মৃত্যুতে গর্জনিয়া এবং কচ্ছপিয়া ইউনিয়নের শিক্ষাঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।’
এসময় মরহুম মো.ইসহাকের বড় ভাই, বড়জামছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাশেম, শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিদ্দিকুল আজাদ রাশেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।