১৭ নভেম্বর, ২০২৫ | ২ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে

কক্সবাজার সমিতি পাড়ায় শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এমপি কমল


প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়ায় শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারবাসীকে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, আর্ন্তজাতিক বিমানবন্দর, রেললাইন, বিকেএসপি সহ গত ১৩ বছরে যে উন্নয়ন দিয়েছেন অতীতের বিএনপি সরকার সহ কোন সরকার এ উন্নয়ন করতে পারেনি। কক্সবাজার শহরে লাইট হাউজ থেকে বাস টার্মিনাল পর্যন্ত খাস জমিতে বসবাসকারি ৫০ হাজারের অধিক ভূমিহীন মানুষকে ভূমি বন্দোবস্ত দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ ধারাবাহিকতায় সমিতি পাড়ার ভূমিহীনদেরও ভূমি বন্দোবস্ত দেয়ার উদ্যোগ নেয়া হবে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতেও জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
সোমবার, ১৮ জুলাই বিকালে আয়োজিত ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন- ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মোনাফ সিকদার, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ রুবেল, কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক মো. নুরুল হাশেম, পূর্ব কুতুবদিয়াপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক মো. জাবেদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও মধ্যম কুতুবদিয়া পাড়া আল আমিন সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ আলী ছোটন, পৌর আওয়ামীলীগের ৬ নং ওয়ার্ড এর ৮নং ইউনিটের সভাপতি রিয়াজ আহমেদ ইলিয়াছ, বন্দরপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম প্রমূখ।

পূর্ব কুতুবদিয়াপাড়া শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জিয়াবুল হক জিয়া। খেলায় অল ব্রাজিল বয়েজকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে আরাফাত রাইজিং স্পোর্টিং ক্লাব। খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বিজয়ী দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।