
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ১০ টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর মডেল থানা পরিদর্শক ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা সেলিম উদ্দিন জানিয়েছে, সদর মডেল থানা পুলিশের পৃথক কয়েকটি টিম খুরশকুল, চৌফলদণ্ডী,ভারুয়াখালী,পিএম খালী,ঝিলংঝা এলাকায় অভিযান চালায়। ওই সময় বিভিন্ন মামলার ৩৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত  ২৭ জন, নিয়মিত মামলার ৫জন ও  অন্যান্য অপরাধে ২জন আসামি রয়েছে।
তিনি আরও জানান, ওই আসামীদের  আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই অভিযানে আরও ২০টি ওয়ারেন্ট রিকলমুলে ও অন্যান্যভাবে নিষ্পত্তি করা হয়।
			
									
			
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।