শুক্রবার (১ জানুয়ারী) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩৭৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৩ জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। এর মধ্যে কক্সবাজার জেলার ৩ জন ।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার জেলায় করোনা ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৩ জনের মধ্যে উখিয়া উপজেলার ২জন , চকরিয়া উপজেলায় ১জন রোগী রয়েছে।
উল্লেখ্য- ১ জানুয়ারী ২০২১ সাল পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৭১ হাজার ৬৫৫ জনের।
সেখানে পজিটিভ শনাক্ত হয়েছে ৫৬৯৮ জন। মারা গেছে ৮৩ জন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।