২৪ জুলাই, ২০২৫ | ৯ শ্রাবণ, ১৪৩২ | ২৮ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের

কক্সবাজার পৌরসভা রাস্তা ও নালা নির্মাণ শুরু

?

বিশেষ প্রতিবেদক:
১১৪ কোটি টাকার ব্যায়ে কক্সবাজার পৌরসভার নতুন করে রাস্তা নালা নির্মাণের কাজ শুরু হয়েছে। সাহিত্যিকা পল্লীর পল্লনকাটা থেকে সমিতিবাজার এবং আলীরজাহালের ছনখোলা ঘাট থেকে এসএমপাড়া মসজিদ পর্যন্ত সড়ক ও নালা নির্মাণ কাজের উদ্ধোধনের মধ্যে দিয়ে ওই প্রকল্পের কাজ শুরু হয়। ইউআইআইজিপি ৩ প্রকল্পের মধ্যে প্রথমধাপে ৬০ কোটি টাকার টেন্ডার হয়েছে। বাকি ৫৪ কোটি টাকার টেন্ডার ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃস্পতিবার বিকালে কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি এই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ধোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, ইউআইআইজিপি ৩ প্রকল্পের আওতায় ১১৪ কোটি টাকার কাজ শুরু হয়েছে। ২০২১ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ৫০০ কোটি টাকার কাজ হবে। তিনি আরও বলেন, আগামী ১৫ জানুয়ারী ৪৩ কোটি টাকার ট্রেন্ডার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।
ইউজিআইআইপি-৩ প্রকল্প সূত্র জানায়, ১৭ কোটি টাকা ব্যয়ে ওই সড়ক দুটি নির্মিত হবে। এরমধ্যে ছনখোলা ঘাট টু এসএমপাড়া মসজিদ পর্যন্ত সড়কটি দের্ঘ্য ২৫৩০ মিটার । এরমধ্যে ১০ টি এক্স আকৃতির ব্রীজ, ১৫০ মিটার রিটানিং ওয়াল এবং ১৭৫ মিটার প্লাসিডিং ও ১০০ মিটার মিটার ইউসিসি ড্রেণ নির্মাণ করা হবে। এছাড়া পল্লনকাটা থেকে সমিতিবাজার ১৩৬৬ মিটার দীর্ঘ সড়কের সাথে ৯৯০ মিটার ইউ ড়্রনে ও ৪ টি এক্স আকৃতির ড্রেন এবং ২টি বক্স কালভার্ট নির্মাণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।