৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ

কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ

water at cox tek

 

কক্সবাজারে অব্যাহত ভারিবর্ষণে কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত টানা বর্ষণে এলাকার তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক  বলেন, ‘বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ৪৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। আগামী দুদিন বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সর্তক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। রামু ও পেকুয়ার ৩০ ইউনিয়ন এখন পানির নিচে। এ সব এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হয়ে রাস্তা ভেঙে যাওয়ায় কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মাতামুহুরী, বাকখাঁলী ও রেজু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন  বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় কক্সবাজার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং শুরু হয়। জেলা প্রশাসনের পক্ষে তথ্য অফিস প্রচারণা চালাচ্ছে। একই সঙ্গে কক্সবাজার পৌরসভাও মাইকিং করছে। যে সব পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি আছে সে সব এলাকায় লোকজনকে সরে যেতে বলা হচ্ছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হচ্ছে। টানা বর্ষণে শহরের পাহাড়তলী, বাস টার্মিনাল, কলাতলীসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোথাও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।