১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ

water at cox tek

 

কক্সবাজারে অব্যাহত ভারিবর্ষণে কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত টানা বর্ষণে এলাকার তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক  বলেন, ‘বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ৪৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। আগামী দুদিন বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সর্তক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। রামু ও পেকুয়ার ৩০ ইউনিয়ন এখন পানির নিচে। এ সব এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হয়ে রাস্তা ভেঙে যাওয়ায় কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মাতামুহুরী, বাকখাঁলী ও রেজু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন  বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় কক্সবাজার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং শুরু হয়। জেলা প্রশাসনের পক্ষে তথ্য অফিস প্রচারণা চালাচ্ছে। একই সঙ্গে কক্সবাজার পৌরসভাও মাইকিং করছে। যে সব পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি আছে সে সব এলাকায় লোকজনকে সরে যেতে বলা হচ্ছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হচ্ছে। টানা বর্ষণে শহরের পাহাড়তলী, বাস টার্মিনাল, কলাতলীসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোথাও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।