২২ জানুয়ারি, ২০২৬ | ৮ মাঘ, ১৪৩২ | ২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি;
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা কর্মপরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন (বৃহস্পতিবার) বাদ আছর নতুন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আকাবিরে দেওবন্দের রেখে যাওয়া আমানত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আপামর তাওহিদী জনতার হৃদয়ের সংগঠন। ইসলাম, দেশ ও জাতির কল্যাণে এ সংগঠনের গতিধারাকে তরান্বিত করা সময়ের দাবি। তাই সংগঠনকে অধিকতর সুসংহত করতে নেতা-কর্মীদের ইখলাস ও বিজ্ঞতাপূর্ণ সাংগঠনিক কর্মতৎপরতা চালিয়ে যেতে হবে।
জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ইসলামী ছাত্রসমাজের জেলা সভাপতি হাফেজ শওকত আলী, শহর শাখার সাধারণ সম্পাদক হুজাইফা মাহমুদ প্রমুখ।
এ সভায় জেলাব্যাপী পার্টির কর্মতৎপরতা বৃদ্ধিকরণে ইতিপূর্বে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন ও নতুন জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন বিষয়ে গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, দাওয়াতী কর্মতৎপরতা বেগবান এবং সাংগঠনিক পরিমণ্ডলে নিষ্ঠার সাথে সময় দেয়ার ব্যাপারে তাগিদারোপ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।