৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

কক্সবাজার জেলার ফিতরা ৬০ টাকা

download
কক্সবাজার জেলার ১৪৩৬ হিজরী সনের ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় ফিতরার এই হার নির্ধারণ করা হয়।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় বায়তুর রহমান জামে মসজিদে কক্সবাজার ইমাম পরিষদের ফিতরা নির্ধারণ কমিটির এক জরুরী সভা ইমাম পরিষদ ও ফিতরা নির্ধারণ কমিটি সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মুফতি সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ মতে গম বা আটা, খেজুর, কিসমিস ইত্যাদী পণ্যগুলোর যে কোন একটির মাধম্যে ফিতরা প্রদান করা যায়। গম বা আটার মাধম্যে প্রদান করলে ১কেজি ৬৬২ গ্রাম বা এর বাজার মূল্য ৫৮.১৭ টাকা প্রদান করতে হবে। তবে দেওয়ার সুবিধার্থে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খেজুরের মাধম্যে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০ টাকা প্রদান করতে হবে। কিসমিসের মাধম্যে প্রদান করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১০৯০ টাকা প্রদান করতে হবে।
মুসলমানরা নিজ নিজ সামর্থানুযায়ী সদকাতুল ফিতর আদায় করতে পারবেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নুরুল আমীন, বায়তুল ইজ্জত জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নুরুল মোস্তফা, বদরমোকাম জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজী, বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ কারী আতাউল্লাহ, ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম মাওঃ অলিউল্লাহ, বিমানবন্দর জামে মসজিদের খতিব মাওঃ আতাউল করিম, বায়তুশ শরফ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ নুরুল আবছার, বইল্যাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও ওসমান গণী ও মাওঃ মঞ্জুর এলাহী প্রমুখ।
#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।