২৯ ডিসেম্বর, ২০২৫ | ১৪ পৌষ, ১৪৩২ | ৮ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

কক্সবাজার ছাড়লো ওরা ৩৭ বাংলাদেশী

Coxs-37-Bangladeshi-ho-ther

যাচাই-বাছাইয়ের শেষে কক্সবাজার ছেড়েছে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ৩৭ বাংলাদেশী। এদের মধ্যে চার শিশুকে রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার জেলা আদালতে এ সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে, শুক্রবার বিজিবি ও বিজিপি এর মধ্যকার এক পতাকা বৈঠকে শিশুসহ ওই ৩৭ বাংলাদেশী অভিবাসীকে ফেরত আনা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার দুপুরে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ আদালতে উপস্থাপন করলে আদালত চার শিশুকে রেড ক্রিসেন্টের মাধ্যমে স্বজনদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেন। বাকি ৩৩ জনের নাম ঠিকানা যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র সহযোগিতায় তাদেরকে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠকের মধ্যদিয়ে ৩৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। পরে সন্ধ্যায় বিজিবি তাদের জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ডরমেটরিতে রাখে।
এর আগে ৮ জুন প্রথম দফায় ১৫০ জন বাংলাদেশীকে ফেরত আনা হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।