২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজার- চট্টগ্রাম-মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত-৬


কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া ও কক্সবাজার সদরে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ ৬ নিহত হয়েছে।
চি‌রিংগা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক ( এএসআই) নুরুল ইসলাম জানান, চকরিয়া উপজেলায় মাইক্রোবাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আমির হোসেন (৩৫), ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে সাথি (২৫), কুমিল্লার হোমনার স্বপন মিয়ার স্ত্রী সুমি (২৭) ও অজ্ঞাত এক নারী (৪০)।
চি‌রিংগা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক ( এএসআই) নুরুল ইসলাম জানান, পুলিশ মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। লাশগুলো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরে দু’জনের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


অপর দিকে মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর এলাকার নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় গেইটে শনিবার ভোর সাড়ে ৬টায় মালবাহী পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো: জয়নাল আবেদীন (২৪)। সে রামু চৌমুহনি এলাকার ফল ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে ১জন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামু রামু তুলাবাগান হাইওয়ে থানার দ্বিতীয় কর্মকর্তা (এসআই) আবদুল আওয়াল দুই জন মারা যাওয়ার সত্যাতা নিশ্চত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।