২২ জানুয়ারি, ২০২৬ | ৮ মাঘ, ১৪৩২ | ২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজার- চট্টগ্রাম-মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত-৬


কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া ও কক্সবাজার সদরে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ ৬ নিহত হয়েছে।
চি‌রিংগা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক ( এএসআই) নুরুল ইসলাম জানান, চকরিয়া উপজেলায় মাইক্রোবাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আমির হোসেন (৩৫), ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে সাথি (২৫), কুমিল্লার হোমনার স্বপন মিয়ার স্ত্রী সুমি (২৭) ও অজ্ঞাত এক নারী (৪০)।
চি‌রিংগা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক ( এএসআই) নুরুল ইসলাম জানান, পুলিশ মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। লাশগুলো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরে দু’জনের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


অপর দিকে মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর এলাকার নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় গেইটে শনিবার ভোর সাড়ে ৬টায় মালবাহী পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো: জয়নাল আবেদীন (২৪)। সে রামু চৌমুহনি এলাকার ফল ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে ১জন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামু রামু তুলাবাগান হাইওয়ে থানার দ্বিতীয় কর্মকর্তা (এসআই) আবদুল আওয়াল দুই জন মারা যাওয়ার সত্যাতা নিশ্চত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।