
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন কামরুল হাসান। মঙ্গলবার দুপুরে তিনি ওসির দায়িত্বভার গ্রহণ করেন। ইয়াবা পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোাগে ওসি দেওয়ান আবুল হোসেনকে মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জে ক্লোজ করে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, ফেনীতে র্যাবের অভিযানে ৭ লাখ ইয়াবাসহ পুলিশের এক এএসআই আটকের ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ নড়ে চড়ে বসেছে। এ ইস্যু নিয়ে ২৩ জুন সকালে কক্সবাজার ডিবি পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেনসহ জেলার আরো ১০ এসআইকে বদলির আদেশ কক্সবাজার পুলিশ সুপার অফিসে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে ডিবি ওসি সহ ১১ জন পুলিশ কর্মকর্তাকে কক্সবাজার ছেড়ে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, ১০এসআই বদলির আদেশ হলেও ওসি ডিবিকে ক্লোজ করে চট্টগ্রাম রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব ভার নিয়েছেন ইন্সপেক্টর কামরুল হাসান। তিনি ইতোপূর্বে ব্রাক্ষ্মনবাড়িয়ায় ছিলেন। এর আগে ২০০৭ সালে তিনি সাব-ইন্সপেক্টর হিসেবে টেকনাফ থানায় এবং কিছুদিনের জন্য কক্সবাজার ডিবিতে কাজ করেছেন। পুলিশের উর্ধবতন একজন কর্মকর্তা এই পুলিশ কর্মকর্তার যোগদান ও অন্যান্যদের বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।