১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

কক্সবাজার কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী তাসলিমা ও হোসনে আরা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ এর জন্য মনোনীত

বিশেষ প্রতিবেদক : স্নাতক (অনার্স) চুড়ান্ত পরীক্ষায় গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের ২ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছে। মনোনীত শিক্ষার্থীরা হচ্ছেন- ২০১৫ সালের অনার্স চুড়ান্ত পরীক্ষায় গণিত বিষয়ে সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৯৫ পাওয়া তাসলিমা সিরাজ ও ২০১৬ সালে একই বিষয়ে ৩.৯৪ পাওয়া হোসনে আরা বেগম। হোসনে আরা সারাদেশে প্রথম হওয়ার গৌরবও অর্জন করেছিল।
সূত্রে জানা যায়, হোসনে আরা ২০১০ সালে ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিজ্ঞান বিভাগের হয়ে গোল্ডেন এ প্লাস অর্জন করে। ২০১২ সালে বিজ্ঞান বিভাগের হয়ে কক্সবাজার সরকারি কলেজ থেকে সাফল্যের সাথে গোল্ডেন এ প্লাস নিয়ে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ২০১৬ সালে অনার্স (চুড়ান্ত) পরীক্ষায় সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৯৪ পেয়ে সারাদেশে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।
এরই স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাসলিমা সিরাজ ও হোসনে আরাকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়। কক্সবাজার সরকারি কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রথম গৌরবজনক ফলাফলের ভিত্তিতে বিরল স্বীকৃতি অর্জন করেতে যাচ্ছেন এ দু’জন শিক্ষার্থী। উল্লেখ্য যে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রতি বছর সারাদেশে অনার্স (স্নাতক) ও মাস্টার্স (স্নাতকোত্তর) চূড়ান্ত পরীক্ষায় বিষয় ভিত্তিক ১ম স্থান অধিকারী শিক্ষার্থীকে এরূপ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এদিকে, প্রধানমন্ত্রী স্বর্ণপদকের দু’জন শিক্ষার্থী মনোনীত হওয়ায় কক্সবাজার সরকারি কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদ্বয়কে অভিবাদন জানান এবং পর পর দুই বার দুই জন শিক্ষার্থীই গণিত বিষয় হতে স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় এ কলেজের গণিত বিভাগের শিক্ষকগণকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। কলেজ অধ্যক্ষ সুনামের এ ধারা অব্যাহত রাখতে এবং কলেজের সুনাম বৃদ্ধির জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের আরো যত্নবান হওয়ার জন্য আহ্বান জানান এবং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদেরও অধ্যবসায় ও শিক্ষার প্রতি আরো মনোনিবেশ করে এরূপ ভাল ফলাফল অর্জনের মাধ্যমে কলেজ তথা অত্র অঞ্চলের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।