৫ মে, ২০২৫ | ২২ বৈশাখ, ১৪৩২ | ৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা


‘শুধুমাত্র তর্কের জন্য বিতর্ক নয়। বিতর্ক শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা রাখে এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তিবাদী হতে শেখায়।’ গত শুক্রবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের ডিন জাকির হোসেন এসব কথা বলেন।
‘যুক্তির নব বার্তা শুনে, এসো রৌদ্রঝরা সোনালী দিনে’ স্লোগানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ডিবেটিং সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান নাঈম আলীমুল হায়দার বলেন, যুক্তি একটি ছোট শব্দ। কিন্তু এর ব্যাপকতা বিশাল। এই একটি শব্দের সঠিক প্রয়োগের মাধ্যমে পুরো পৃথিবীকে জয় করে নেয়া সম্ভব। তিনি আরও বলেন, বিতর্ক আমাদের যুক্তিবাদী করে গড়ে তুলে। তাই সমাজের ভালো করতে হলে, নিজেদের গড়ে তুলতে হবে। নিজেদের মধ্যে যুক্তি আর বিতর্ককে ধারণ করতে হবে।
অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষিকা সাইদা তালুকদার রাহীর প্রানবন্ত পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দীকি। এসময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এএসএম সাইফুর রহমান’সহ সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এই বিতর্ক প্রতিযোগিতায় শুরু থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মুহাম্মদ জিয়াউল হক, মাইসুমা সুলতানা ও মুহাম্মদ মিনহাজ উদ্দিন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বাঁধন, মারুফ ও বাপ্পির দল। এবং রানার আপ হন মুন্না, জিনাত ও হালিমার দল।
সেরা বিতার্কিক পুরস্কার অর্জন করেন বাঁধন। প্রমিসিং বিতার্কিক বাপ্পি, হুমায়ুন ও অনুপ্রেরণা মূলক মেডেল লাভ করেন আতিক, সামস্ এবং আবদুল মালেক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।