
রোববার পৃথক অভিযান চালিয়ে ডিবি ও সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের হাসিনা পাহাড় নামক এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে নুরুল আমিন ওরফে ঝালাই আমিন (৫০), পোকখালী ইউনিয়নের মধ্য পোকখালী এলাকার রমজান আলীর ছেলে রুবেল হোসেন (৩০) ও চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পশ্চিম ডুমুরখালী এলাকার আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন জানান, বোরবার বিকাল ৩টার দিকে নিজ বাড়ির সামনে থেকে চিহ্নিত মানবপাচারকারী মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুটি মামলা রয়েছে।
কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা (আইসি) এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, রোববার সকালে ও দুপুর আড়াইটার দিকে পৃথক অভিযান চালিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। রুবেল হোসেন মানবপাচার মামলার এজাহারভূক্ত আসামি এবং নুরুল আমিনের বিরুদ্ধে পাচারে জড়িত থাকার ব্যাপারে অভিযোগ রয়েছে।
পুলিশের এ দুই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতদের আসামি দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।