১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

কক্সবাজারে ৩ মানবপাচারকারী গ্রেফতার

 Atok_1

  মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের সদর ও চকরিয়া থেকে তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার পৃথক অভিযান চালিয়ে ডিবি ও সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের হাসিনা পাহাড় নামক এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে নুরুল আমিন ওরফে ঝালাই আমিন (৫০), পোকখালী ইউনিয়নের মধ্য পোকখালী এলাকার রমজান আলীর ছেলে রুবেল হোসেন (৩০) ও চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পশ্চিম ডুমুরখালী এলাকার আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন (৩২)।

 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন জানান, বোরবার বিকাল ৩টার দিকে নিজ বাড়ির সামনে থেকে চিহ্নিত মানবপাচারকারী মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুটি মামলা রয়েছে।

 

কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা (আইসি) এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, রোববার সকালে ও দুপুর আড়াইটার দিকে পৃথক অভিযান চালিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। রুবেল হোসেন মানবপাচার মামলার এজাহারভূক্ত আসামি এবং নুরুল আমিনের বিরুদ্ধে পাচারে জড়িত থাকার ব্যাপারে অভিযোগ রয়েছে।

 

পুলিশের এ দুই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতদের আসামি দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।