১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

কক্সবাজারে ১৩৬ রানে অলআউট বাংলাদেশ

ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ মাঠে নেমেছে দু’দল।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রুমানা আহমেদ

শুরুতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রানে অলআউট হয় বাংলাদেশের নারীরা। স্বাগতিকদের হয়ে অধিনায়ক রুমানা আহমেদ সর্বোচ্চ ২৮ রান করেন। শারমিন সুলতানা ও নিগার সুলতানা ২১ রান করে করেন। এছাড়া ১৭ রান করেন শারমিন আক্তার।

দক্ষিণ আফ্রিকার হয়ে মারিজান্নে ক্যাপ, ভন নাইকার্ক এবং সুনে লাস ২টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন ক্রিস্টেন,লেট সোয়ালো এবং অ্যাবেঙ্গ খাকা।

জবাবে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখাপর্যন্ত দক্ষিণ আফ্রিকার মেয়েদের সংগ্রহ ১৪ ওভার শেষে ৭ উইকেট ৭৪ রান।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৮৬ রানে হেরেছে। এরপর দ্বিতীয়টিতেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১৭ রানে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রুমানা আহমেদ-সালমা খাতুনরা। আজ জিতলে ব্যবধান কমাতে পারবে বাংলাদেশ। আর হারলে ৩-০ ব্যবধানের সিরিজ নিজেদের করে নিবে সফরকারী প্রোটিয়া মেয়েরা।
প্রথম ওয়ানডেতে ৮৬ রানে হারলেও দ্বিতীয়টিতে কিছুটা প্রতিরোধ গড়ায় ব্যবধান কমিয়ে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শুরুতেই ব্যাট করতে ২২৩ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে শারমিন আক্তার ও রুমানা আহমেদের রেকর্ড জুটিতে জয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষপর্যন্ত ২০৬ রানে থামায় ১৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগ্রেসদের।আজ ধীরগতির ব্যাটিং বৃত্ত থেকে এই ম্যাচে বের হয়ে আসতে পারে কিনা বাংলাদেশ সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

১২ জানুয়ারি থেকে শুরু হওয়া ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের পরবর্তী দুটি ম্যাচ হবে ১৮ ও ২০ জানুয়ারি। সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।