২৪ আগস্ট, ২০২৫ | ৯ ভাদ্র, ১৪৩২ | ২৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারে ১০০ ফুট উঁচু পাহাড় কাটছে আ.লীগ নেতা নুরুল আবছার

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার শহরের বাস টার্মিনালের পশ্চিম পাশে ঝিলংজার ইসলামাবাদে ভয়াবহ আকারে পাহাড় কাটা চলছে। এভাবে পাহাড় কাটার ফলে সেখানে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড় কাটার সংবাদে গত মঙলবার বিকালে সেখানে অভিযান চালিয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ঝিলংজা বন বিটের বনকর্মীরা। অভিযানে পাহাড় কাটার কোদাল, শাবল ও গাড়ি জব্দ করা হয়।
এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আবছার নামের ওই ব্যক্তি বেশ কিছু দিন ধরে ইসলামাবাদ এলাকায় পাহাড় কেটে বসতি নির্মাণ করে আসছিল। ১০০ ফুট উঁচু পাহাড় খাড়াভাবে কাটার ফলে চরম ঝুঁকি তৈরি হয়। যেকোন মুহূর্তে সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় খবর পেয়ে বনকর্মীরা গিয়ে সেখানে অভিযান চালিয়ে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করে।
পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘ঝুঁকিপূর্ণভাবে পাহাড় কাটা হয়েছে। আনুমানিক ৩০ হাজার ঘনফুট মাটি কাটার ঘটনা ঘটেছে। এতে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। এসব উচ্ছেদ করা না হলে পাহাড় ধসে প্রাণহানি ঘটতে পারে।’ যোগাযোগ করা হলে নুরুল আবছার বলেন, ‘পাশে অনেকেই পাহাড় কাটছে, এখন আমি পাহাড় কেটে বিপদে পড়েছি।
অভিযুক্ত পাহাড় খেকো কক্সবাজার জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আবছারের  বক্তব্য নেয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে পাহাড় কাটার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।