
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে দেশের সকল শিক্ষককে মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। আজ ১৫ ডিসেম্বর সকালে কক্সবাজার সিটি কলেজ মিলনায়তনে সংগঠনের কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। স্বাশিপ কেন্দ্রীয় সদস্য ও কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ড. আবুল আলা মোঃ হোসাম উদ্দিন, অধ্যক্ষ আ.ক.ম গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় নেতা আমজাদ হোসেন, মোঃ জামাল সাত্তার, উপাধ্যক্ষ মোহাম্মদ জাফর ছাদেক ও অধ্যক্ষ জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক নুরুল আবছার। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ তারেক, গোপাল কৃষ্ণ দাশ, মাওলানা আবদুল আওয়াল, মাষ্টার নুরুল ইসলাম, ড. নুরুল আবছার, মাওলানা অধ্যক্ষ আবুল কালাম মুরাদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ১৭ জন বেসরকারী শিক্ষক কর্মচারীর মধ্যে ২৭ লক্ষ টাকার কল্যাণ সুবিধা চেক হস্তান্তর করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।