২ সেপ্টেম্বর, ২০২৫ | ১৮ ভাদ্র, ১৪৩২ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

কক্সবাজারে সাংস্কৃতিক জোটের বর্ষ বিদায়ের অনুষ্ঠান সম্পন্ন

বাংলা বিদায়ী বর্ষ ১৪২৩ কে গান আর নৃত্যের মাধ্যমে বিদায় জানাল কক্সবাজারবাসী। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ এই শ্লোগানকে ধারণ করে জেলা প্রশাসন কক্সবাজারের আয়োজনে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের ব্যবস্থাপনায় বর্ষ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মো: আবদুর রহমান। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জাতীয় পরিষদ সদস্য এডভোকেট তাপস রক্ষিত, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক পিন্টু আরেং, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, উদীচী কক্সবাজার জেলার সভাপতি কল্যাণ পাল, সহকারী কমিশনার সেলিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম। বর্ষ বিদায় অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন জাগো বাংলাদেশ, উদীচী সংগীত নিকেতন, কক্সবাজার শিল্পীগোষ্ঠী, হলি চাইল্ড কালচারাল একাডেমীর শিল্পীরা। আজ সকাল ৬টায় যন্ত্র সংগীতের মাধ্যমে নতুন বর্ষকে আহ্বান করা হবে। সকাল ৮টায় অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। আবাহনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, উদীচী, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, সৈকত খেলাঘর আসর, বেলাভূমি খেলাঘর, ঝিনুকমালা খেলাঘর ও সৃজন সংগীত ভুবন। বর্ষবরণ অনুষ্ঠানের সকল আয়োজনে কক্সবাজারের সর্বস্থরের জনগনকে অংগ্রহনের আহবান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন এবং সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।