
কক্সবাজার সময় ডেস্ক: সৌন্দর্য অক্ষুণ্ন রাখা ও পর্যটকদের চলাচল নির্বিঘ্ন করতে সমুদ্রের তীর ঘেঁষে কক্সবাজার-টেকনাফ-সাবরাং মেরিন ড্রাইভকে সংযুক্ত করে সংযোগ সড়ক নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করে আদেশ জারি করা হয়েছে।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত জুড়ে থাকা ৮০ কিলোমিটার রাস্তাটিও দীর্ঘতম মেরিন ড্রাইভ। নির্মাণ শেষ হওয়ার পর গত ৬ মে সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৯৩ সালে। মেরিন ড্রাইভ নির্মাণের দায়িত্বে ছিল বাংলাদেশ সেনাবাহিনী।
মেরিন ড্রাইভ সড়কের একদিকে বঙ্গোপসাগরের অথৈ জলরাশির অবারিত বিস্তার অপর পাশে সবুজ পাহাড়ের হাতছানি যে কাউকে মুগ্ধ করবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব সুলতানা ইয়াসমীন স্বাক্ষরিত আদেশে বলা হয়, মেরিন ড্রাইভকে সংযুক্ত করে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা যাবে না। গত ৬ মে’র আগে কোনো সংযোগ সড়ক নির্মিত হয়ে থাকলে মেরিন ড্রাইভ থেকে ১০ মিটার দূরে নির্মিত সংযোগ সড়কের উপর ‘পিলার বেরিয়ার’ স্থাপন করে সংযোগ সড়ক থেকে মেরিন ড্রাইভে সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ রাখতে হবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।