৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

কক্সবাজারে মাহিনের নীল তোয়ালে

মোশাররফ করিমের নাটক মানেই বিনোদনে ভরপুর প্যাকেজ। ঈদের সময় দর্শকমনে সেটা আরও বেশি বিনোদনের খোরাক জোগায়। তাই ঈদকে কেন্দ্র করে এ তারকাকে নিয়ে একাধিক খণ্ড ও ধারাবাহিক নাটক নির্মিত হয়। ব্যতিক্রম হচ্ছে না এবারও।

আসছে ঈদের জন্য মোশাররফ করিমের সঙ্গে তিশাকে জুটি করে ছয় পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করলেন সাগর জাহান। নাটকটির নাম ‘মাহিনের নীল তোয়ালে।’ কক্সবাজারে নাটকটির শুটিং শেষে গতকাল ঢাকায় ফিরেছেন নাটকটির পুরো টিম।

কমেডি ধারার এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘সাগর জাহানের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ঈদে তার নাটক বরাবরই দর্শকপ্রিয় হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা রাখি।’

তিশা বলেন, ‘চমৎকার একটি ধারাবাহিকে অভিনয় করলাম। ঈদে হাস্যরসাত্মক এ নাটকটি দর্শকদের বেশ বিনোদন দেবে বলে আমার বিশ্বাস।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, ফারুক, মাহবুব, নাদিয়া খানমসহ অনেকেই। নাটকটি ঈদে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। উল্লেখ্য, গত ঈদে মোশাররফ করিমকে নিয়ে সাগর জাহান নির্মাণ করেছেন ‘অ্যাভারেজ আসলামের বিয়ে বিভ্রাট’।

তার আগে নির্মাণ করেন মোশাররফ করিম অভিনীত ‘সিকান্দার বক্স’ একাধিক সিক্যুয়েল। সব নাটকই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।