২ সেপ্টেম্বর, ২০২৫ | ১৮ ভাদ্র, ১৪৩২ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

কক্সবাজারে মাহিনের নীল তোয়ালে

মোশাররফ করিমের নাটক মানেই বিনোদনে ভরপুর প্যাকেজ। ঈদের সময় দর্শকমনে সেটা আরও বেশি বিনোদনের খোরাক জোগায়। তাই ঈদকে কেন্দ্র করে এ তারকাকে নিয়ে একাধিক খণ্ড ও ধারাবাহিক নাটক নির্মিত হয়। ব্যতিক্রম হচ্ছে না এবারও।

আসছে ঈদের জন্য মোশাররফ করিমের সঙ্গে তিশাকে জুটি করে ছয় পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করলেন সাগর জাহান। নাটকটির নাম ‘মাহিনের নীল তোয়ালে।’ কক্সবাজারে নাটকটির শুটিং শেষে গতকাল ঢাকায় ফিরেছেন নাটকটির পুরো টিম।

কমেডি ধারার এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘সাগর জাহানের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ঈদে তার নাটক বরাবরই দর্শকপ্রিয় হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা রাখি।’

তিশা বলেন, ‘চমৎকার একটি ধারাবাহিকে অভিনয় করলাম। ঈদে হাস্যরসাত্মক এ নাটকটি দর্শকদের বেশ বিনোদন দেবে বলে আমার বিশ্বাস।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, ফারুক, মাহবুব, নাদিয়া খানমসহ অনেকেই। নাটকটি ঈদে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। উল্লেখ্য, গত ঈদে মোশাররফ করিমকে নিয়ে সাগর জাহান নির্মাণ করেছেন ‘অ্যাভারেজ আসলামের বিয়ে বিভ্রাট’।

তার আগে নির্মাণ করেন মোশাররফ করিম অভিনীত ‘সিকান্দার বক্স’ একাধিক সিক্যুয়েল। সব নাটকই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।