১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২ | ২৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

কক্সবাজারে মাদকসহ আটক ৪ ব্যাক্তিকে সাজা

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজার শহরের টার্মিনাল, খুরুশকুল ও শহরের বড়বাজার এলাকার চিহ্নিত মাদকের আস্তানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযানটি চালায়। অভিযানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলো- খুরুশকুলের ৪ নং ওয়ার্ডের মৃত নুরুল আজমের ছেলে মোবাশ্বের আলম (৫২), কুলিয়াপাড়ার মৃত আবুল হোছনের ছেলে মো. সাদ্দাম (২০), কাউয়ার পাড়ার মৃত শামসুল আলমের ছেলে শহিদুল্লাহ (৩৮) এবং বাসটার্মিনাল পশ্চিম লারপাড়ার মৃত নুর হোছনের ছেলে মো. জসীম (২৮)। অভিযানকালে তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবাও উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের ইন্সপেক্টর ধননজয় চন্দ্র দেবনাথ বলেন, শহর এবং আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের বিকিকিনি বসে এমন অভিযোগ দীর্ঘদিনের। সেসব চিহ্নিত এলাকার কয়েকটি নির্ধারণ করে শুক্রবার বিকেলে অভিযান চালানো হয়। এসময় আটক প্রত্যেককে ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সার্টিফিকের অফিসার মো. সাইফুল ইসলাম (জয়)।
পরে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানকালে জেলা প্রশাসনের পেশকার মো. জসীমসহ পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।