১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

কক্সবাজারে বিজিবি-বিজিপি সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

BGB-BGP Meeting pic- 08-04-2015-(03).psd
কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে কক্সবাজারের মিয়ানমার সীমান্ত এলাকা ঘুমধুম ফ্রেন্ডশীপ ব্রীজের বাংলাদেশ অভ্যন্তরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মো: খালেকুজ্জামান, পিএসসি এবং মিায়নমার বিজিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডু ১নং বর্ডার গার্ড পুলিশের সেকেন্ড কমান্ডিং অফিসার কর্ণেল ‘মিউ সুই’। এছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দলে কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, রামু এবং টেকনাফ ব্যাটালিয়নের চারজন অধিনায়ক সহ সর্বমোট ১৪ জন উপস্থিত ছিলেন। মিয়ানমারের প্রতিনিধি দলের মধ্যে ২ জন লে: কর্ণেলসহ ৯ জন উপস্থিত ছিলেন।
আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত এলাকায় মিয়ানমার নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ, ইয়াবা, চোরাচালান এবং মাদক পাচারকারিদের তৎপরতা বন্ধে পারস্পরিক প্রীতি ও আস্থা অর্জন এবং সীমান্ত সমস্যা দূরীকরণের জন্য নিয়মিতভাবে সেক্টর এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার ব্যাপারে একমত পোষন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।