৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

কক্সবাজারে পাশে হার ৭৪.২৯%, জিপিএ-৫ পেয়েছে ৭১৭জন

ঘোষিত ২০১৮ সালের এসএসসি পরীক্ষার প্রকাশিত  ফলাফলে কক্সবাজার জেলায় পাশের হার ৭৪.২৯ শতাংশ।  এরমধ্যে ছাত্র ৭৬.৭১ শতাংশ ও ৭২.৪১ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এছাড়া ৭১৭ জন শিক্ষার্থী জিপি এ -৫ পেয়েছে।এর মধ্যে ৭১৭ জন শিক্ষার্থী জিপি এ -৫ পেয়েছে। ফলাফল অনুযাী ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে। ২০১৭ সালের কক্সবাজার জেলায় পাশের হার ছিলো ৮৫.৯২। সে তুলনায় এবার ১১.৬৩%  পাশের হার কমেছে।
জেলা প্রশাসন সূত্র অনুযায়ী, ২০১৮ সালে কক্সবাজার জেলা থেকে ১৮ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়া কথা থাকলেও অংশগ্রহন করে ১৮ হাজার ৬২২ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৩ হাজার ৮৩৫ জন। পাসের হার ৭৪. ২৯। এদের মধ্যে ১০ হাজার ৫৭ জন ছাত্রী পরীক্ষা দিয়েছে। তবে পাস করেছে ৭ হাজার ২৮২ জন। ছাত্রী পাসের হার ৭২.৪১ শতাংশ। আর ৮ হাজার ৫৬৫ জন ছাত্র পরীক্ষা দিলেও উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৫৫৩ জন। ছাত্র পাসের হার  ৭৬.৫১ ভাগ।
এবারে বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ৬১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করলেও পাস করেছে ৩ হাজার ১৬৫। পাসের হার ৮৮.৪১ শতাংশ। মানবিক বিভাগ থেকে ৮  হাজার ২৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করলেও পাস করেছে ৫ হাজার ১৩৮ জন। তাদের পাসের হার ৬২.১৭ ভাগ। বানিজ্য শাখা থেকে ৬ হাজার ৭৪৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে পাস করেছে ৫ হাজার ৫০১ জন। তাদের পাসের হার ৮১.৫৮ শতাংশ।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, এবারের এস.এসসি তে কক্সবাজারের মেয়েদের তুলনায় ছেলেদের ফলাফল ভাল হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।