৩০ ডিসেম্বর, ২০২৫ | ১৫ পৌষ, ১৪৩২ | ৯ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

৫ মানবপাচারকারী আটক, মোবাইল ও নগদ টাকা উদ্ধার

Cox-bazar1432708910

কক্সবাজারের সদর উপজেলার ঈদগাঁও’র ইসলামাবাদ এলাকা থেকে দুই মানবপাচারকারিকে আটক করেছে র‌্যাব-৭। ওই সময় তাদের কাছ থেকে দুই লাখ টাকা ও ৯টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়েছে। এদিকে বুধবার সকালে  অপর অভিযানে টেকনাফ থানা পুলিশ ৩ জন মানবপাচারকারিকে আটক করেছে।
সংবাদ সম্মেলন এর মাধ্যমে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র‌্যাব দাবি করেন।

এই ঘটনায় আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়মনের শাহপরীরদ্বীপ বাজার পাড়ার নুর মোহাম্মদের ছেলে নুর মহাফেজ (২৬) ও উত্তর পাড়ার পেঠান আলীর ছেলে হাসান শরীফ (২৩)।

কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জিয়াউর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ওই দুই মানবপাচারকারী মালয়েশিয়ায় বন্দি থাকা এক অভিবাসীর পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করছিলেন। এ সময় র‌্যাব খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইসলামাবাদের একটি বিকাশের দোকান থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুই লাখ টাকা ও ৯টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

অপরদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান খোন্দকার জানিয়েছেন, বুধবার সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার কালা মিয়া (৬০), শামশুল আলম (২৩) ও শফিউল আলম (২০) কে আটক করা হয়েছে। আটককৃতরা তালিকাভূক্ত মানবপাচারকারী বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।