৮ সেপ্টেম্বর, ২০২৫ | ২৪ ভাদ্র, ১৪৩২ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

৫ মানবপাচারকারী আটক, মোবাইল ও নগদ টাকা উদ্ধার

Cox-bazar1432708910

কক্সবাজারের সদর উপজেলার ঈদগাঁও’র ইসলামাবাদ এলাকা থেকে দুই মানবপাচারকারিকে আটক করেছে র‌্যাব-৭। ওই সময় তাদের কাছ থেকে দুই লাখ টাকা ও ৯টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়েছে। এদিকে বুধবার সকালে  অপর অভিযানে টেকনাফ থানা পুলিশ ৩ জন মানবপাচারকারিকে আটক করেছে।
সংবাদ সম্মেলন এর মাধ্যমে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র‌্যাব দাবি করেন।

এই ঘটনায় আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়মনের শাহপরীরদ্বীপ বাজার পাড়ার নুর মোহাম্মদের ছেলে নুর মহাফেজ (২৬) ও উত্তর পাড়ার পেঠান আলীর ছেলে হাসান শরীফ (২৩)।

কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জিয়াউর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ওই দুই মানবপাচারকারী মালয়েশিয়ায় বন্দি থাকা এক অভিবাসীর পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করছিলেন। এ সময় র‌্যাব খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইসলামাবাদের একটি বিকাশের দোকান থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুই লাখ টাকা ও ৯টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

অপরদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান খোন্দকার জানিয়েছেন, বুধবার সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার কালা মিয়া (৬০), শামশুল আলম (২৩) ও শফিউল আলম (২০) কে আটক করা হয়েছে। আটককৃতরা তালিকাভূক্ত মানবপাচারকারী বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।