১৩ নভেম্বর, ২০২৫ | ২৮ কার্তিক, ১৪৩২ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে কারাবন্দির পাকস্থলি থেকে ইয়াবা উদ্ধার

সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধিঃ কক্সবাজার জেলা কারাগারে এক নবাগত কারাবন্দীর পাকস্থলি থেকে ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪জানূয়ারী) দুপুরে কারা অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কারা কর্তপক্ষ। আটক মোহাঃ নুরুল হাশেম(১৮) এর বাড়ী কক্সবাজারের টেকনাফে।
কক্সবাজার জেলা কারাগারের জেলার রীতেশ চাকমা বলেন, আসামীর গতিবিধি সন্দেহ হলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। পরে বিশেষ কৌশলে তার পাকস্থলী হতে ১ পোটলায় ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, কারাগারের ভেতর যাতে মাদকের ব্যবহার না হয় সেজন্য সার্বক্ষণিক নতুন বন্দির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করি। নতুন বন্দি যদি মাদক মামলার হয়, তাহলে তাদের পেছনে আমরা গভীর পর্যবেকক্ষক নিয়োগ প্রদান করি। কক্সবাজার জেলা কারাগারে যাতে কোন অবৈধ কর্মকান্ড সংগঠিত না হয়, সেজন্য আমরা সজাগ রয়েছি। আমাদের প্রত্যেকটি টিম জেলা কারাগারে স্বতস্পূর্তভাবে ভূমিকা পালন করে। রাত দিন যথাযথভাবে পরিশ্রম করে কারাগারকে মডেল কারাগারে রুপান্তরে অতুলনীয় পদক্ষেপ গ্রহণ করছে। মাদক যাতে প্রবেশ না করে সে জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ আখন্দ বলেন, আমরা ৭ম বারের মতো নবাগত কারাবন্দির পাকস্থলী হতে ৬শ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে কক্সবাজার কারাগারকে আরো অধিকতর উন্নত, নিরাপত্তা এবং মডেল কারাগারে রুপান্তরে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।