বিশেষ প্রতিবেদকঃ
বুধবার (৫ আগস্ট) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মাত্র ২৯৩ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। ২৯৩ জনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৭ জন। কমেকে শনাক্তদের মধ্যে কক্সবাজার জেলায় ২৬ জন, বান্দরবান জেলায় ১৯ জন, রোহিঙ্গা শরনার্থী ১জন ও আগে করোনা আক্রান্ত হওয়া ১জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ২৪৬ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া আসে।
গত ২৪ ঘন্টায় কক্সবাজারে যে ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা হচ্ছেন কক্সবাজার সদর উপজেলায় ১৬জন, উখিয়া উপজেলায় ১জন, চকরিয়া উপজেলায় ১জন, মহেশখালী উপজেলায় ৩জন, রামু উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ৩জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩৪৭১ জনে পৌঁছেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।