২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

ইমাম খাইর, কক্সবাজার:

মাত্র ৭৯৯০টি ইয়াবা পাচার মামলায় মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফ (৩৬) নামে রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা যুবক আরিফ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২, ব্লক ডি-৪ এর মৃত আবদুল মোনাফের ছেলে। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট সুলতানুল আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরু রশিদ। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।

এপিপি সুলতানুল আলম জানান, আসামি মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফ কর্তৃক ৭৯৯০ টি ইয়াবা বিক্রয়ের অভিযোগ প্রমাণ হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় তাকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সুত্র জানায়, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর উখিয়া টেলিভিশন উপকেন্দ্রের গেইটের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে তল্লাশি চালিয়ে ৭৯৯০টি ইয়াবাসহ মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফকে আটক করে র‍্যাব। এ ঘটনায় উখিয়া থানায় মামলা হয়। যার নং-১৩। দুই বছর তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।