
সংবাদ বিজ্ঞপ্তিঃ রামু খুনিয়াপালং এলাকায় আল্লাহ ও রাসুলকে গালিগালাজের প্রতিবাদ করার জের ধরে নিরীহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে রামুর দক্ষিণ খুনিয়াপালং মীর্জা আলীর দোকান স্টেশনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে মানবন্ধন শেষে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, স্থানীয় আলেম মাওলানা রফিকুল ইসলাম, হাজি রশিদ আহমদ, ইয়াকুব আলী, মাওলানা নাসির উদ্দিন, ইদ্রিস ড্রাইভার, ফরিদুল আলম ড্রাইভার, বেলাল উদ্দিন, হাফেজ কবির আহমদ, সালাহ উদ্দিন, ক্বারী আমিন, আবদুল গফুর কোম্পানি প্রমুখ। এ বিক্ষোভ সমাবেশে এলাকার সর্বশ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে তারা আল্লাহ ও রাসুল (স:) নিয়ে কটুক্তিকারী আকতার আহমদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী দাবী করেন।
বিক্ষোভ সমাবেশে বলা হয়, গত ১২ নবেম্বর রাতে স্থানীয় আকতার আহমদ মদ পান করে মাতাল অবস্থায় উলঙ্গ হয়ে প্রকাশ্য বাজারে আল্লাহ ও রাসুল (স:) নিয়ে নানা কটুক্তি করে। এসময় স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে থানায় নিয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদন্ড দেয়। পরে দন্ড পরিশোধ করে মুচলেকায় তাকে ছেড়ে নেয় স্বজনরা।
এঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকার নিরীহ ৮ ব্যক্তির বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মিথ্যা মামলা করে কটুক্তিকারী আকতার আহমদ। এ মামলার আসামীরা হলেন, রকিব উল্লাহ, আনোয়ার ইসলাম, আবদুর রহিম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রহমত উল্লাহ, মো: আকরাম ও শহিদুল ইসলাম। মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।